Rajinikanth Birthday: দক্ষিণী সিনেমার সম্রাটেষু, থালাইভার জন্মদিন ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়

দক্ষিণী সিনেমা(South Indian Cinema) নিয়ে মানুষের উৎফুল্লতা চিরকালই। দক্ষিণের(South India) সিনেমা(Cinema) দেখেন না এরকম মানুষ খুঁজে পাওয়া একটু মুশকিল। আর দক্ষিণী সিনেমার(South Indian Movie) কথা বলতে গেলেই একজনের নাম বারংবার মাথা চাড়া দিয়ে ওঠে। একটা বিরাট সময় এমনকি এখনও পর্যন্ত দক্ষিণী সিনেমা মানেই তাঁর নাম। কারণ, তিনিই দক্ষিণী সিনেমার সম্রাটেষু, তিনিই শিবাজী রাও গায়কোয়াড় ওরফে “রজনীকান্ত(Rajinikanth)”। তাঁকে ছাড়া এক প্রকার অচল দক্ষিণী সিনেমা। আজ ১২ই ডিসেম্বর নিজের ৭১ বছর বয়সে পা রাখলেন এই দক্ষিণী সম্রাট।
সময়ের সাথে সাথে বয়স বাড়লেও সিনেমার(Cinema) জগতে কমেনি তাঁর গুরুত্বতা। বাসের(Bus) একজন সহযোগী কর্মী(Conductor) থেকে আজ দক্ষিণী সিনেমার(South Indian Film) মহারাজা তিনি। আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছার জোয়ার ভেসে পড়ছে সোশ্যাল মিডিয়া(Social Media) তথা গোটা দেশ জুড়েই। তাঁর জামাই ধনুশও একটি টুইট মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন আমার থালাইভা। এক এবং একমাত্র সুপারস্টার রজনীকান্ত স্যার…… আপনাকে অনেক ভালোবাসি”।
Happy birthday my thalaiva !! The one and only SUPERSTAR RAJINIKANTH sir .. love you so much ❤️❤️❤️❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 11, 2021
পাশপাশি, সুরকার অনিরুদ্ধ রবিচন্দর রজনীকান্তের সঙ্গে তাঁর ছোটোবেলাকার একটি ছবি পোস্ট করেন টুইটারে। এবং তিনি লেখেন, “শুভ জন্মদিন থালাইভা, আমরা তোমাকে আগেও ভালোবেসেছি, এখনও বাসি, পরেও ভালবাসবো।
Happy birthday Thalaiva..
We love you before, now and forever ❤️❤️❤️ pic.twitter.com/kGaUcx8dlg— Anirudh Ravichander (@anirudhofficial) December 12, 2021
একইসঙ্গে, অভিনেতা কালাইয়ারাসন হরিকৃষ্ণান রজনীকান্তের উদ্দেশ্যে একটি জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে নিজের টুইটে লেখেন, চলচিত্রের ইতিহাসের একমেবাদ্বিতীয়ম থালাইভা সুপারস্টার রজনীকান্ত থালাইভা, সদা তরুণ ও সদা উদ্যমী নায়ক….. দীর্ঘজীবী হন।”
Happy Birthday to one n only thalaivar superstar in history of cinema forever @rajinikanth thalaivaaaa.. ever young ever energetic hero … long live thalaivaaaaaa love you ❤️❤️ #HappyBirthdayRajinikanth #GodOfCinema#Rajinikanth#Thalaivar pic.twitter.com/G779lJtJCk
— Kalaiyarasan (@KalaiActor) December 12, 2021
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার এই সম্রাটের জন্মদিনে ভালোবাসায় উপছে পড়ছে সোশ্যাল মিডিয়া। ১৯৫০ সালে একটি মারাঠি পরিবারে জন্ম তাঁর। প্রাথমিক জীবনে শিক্ষা বলতে তাঁর কাছে শুধুই বেদ, ঐতিহ্যবাহী গ্রন্থ ও আধ্যাত্মিক শিক্ষা। পড়াশোনার পাশাপাশি নাটকেও তাঁর আগ্রহ ছিল ছোটো থেকেই। সেই সুত্রেই মঠে অভিনয়ে হাতেখড়ি এবং বর্তমানে বিশ্বজিতেষু। ১৯৭৫ সালে নিজের জীবনের প্রথম তামিল সিনেমা “অপুর্ব রাগাঙ্গল” প্রকাশ পাওয়ার পর একাধিক প্রশংসায় ঘিরে ওঠে তাঁর জীবন। এরপরই ১৯৭৬ সালে তাঁর দ্বিতীয় সিনেমা “কথা সাঙ্গম”-এ অভিনয় করেন। সেই থেকেই উন্নতির সিঁড়ি বেয়ে উঠে চলেছেন তিনি। এরপর ১৯৮৩ সালে বলিউডে পা রাখেন তিনি। বলিউডে পা রেখেই “বিগ বি” এবং হেমা মালিনীর সঙ্গে “আন্ধা কানুন” সিনেমায় অভিনয় করেন। উল্লেখ্য, সেই সময়ের সর্বোচ্চ আয়কারীর খেতাব পায় এই সিনেমাটি।
তাঁর করা শেষ ছবি “আন্নাথে” এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ২০০ কোটি টাকা পর্যন্ত আয় করে ফেলেছে। দক্ষিণী সিনেমা তথা ভারতের চলচিত্র ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। একজন বাসের সহকর্মীর কাজ থেকে আজ দক্ষিণী সিনেমার সম্রাটেষু তথা বিশ্বজিতেষু তিনি।