বাপির কণ্ঠস্বর অবরুদ্ধ? এইবার সকল প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ‘ডিস্কো’ গায়ক
আর নাকি গান গাইতে পারবেন না তিনি,তাঁর কন্ঠস্বর নাকি থেমে গেছে চিরকালের জন্য! দিন কয়েক আগে এমনই খবরে শোরগোল ওঠে বলিউড-টলিউড জুড়ে। সেই জল্পনার মাঝেই বাপি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী জানান যে তাঁর বাবা সুস্থ, তবে বিশ্রামে রয়েছেন। “বাবার গলা একদম ঠিক আছে”, জানিয়েছিলেন বাপ্পা।
যদিও এইবার বাপ্পা নয়, কন্ঠ অবরুদ্ধ হওয়ার গুজব প্রসঙ্গে কথা বলেছেন স্বয়ং বাপি । ইন্ডাস্ট্রিতে এহেন রটনার বিষয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন বাপি লাহিড়ী। সম্প্রতি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারেবাপি সরাসরি বাপি জানিয়েছেন, “আমি হতবাক। এমন গুজব যে রটতে পারে আমি ভাবিনি। শুধুমাত্র কাশি হয়েছিল আমার। এখন কণ্ঠস্বর একেবারে ঠিকঠাক রয়েছে!”
ক্ষোভ প্রকাশ করে বাপি র সাফ কথা, “প্রায় ৫০ বছর ইন্ডাস্ট্রিতে আছি। এমন ঘটনা আগে ঘটেনি। গোটা বিষয়ে আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি। এখন পুরোদমে একটা ডকুমেন্টারির কাজ করছি। সুস্থ না থাকলে, কীভাবে করতাম সেটা? সামনে আরও বেশ কিছু রেকর্ডিংও রয়েছে।”
কন্ঠ ঠিক থাকলেও আগের মতো আর গানে শোনা যায় না বাপি লাহিড়ীর গলা। আশির দশকে বলিউডের গানকে যেভাবে আমূল বদলে দিয়েছিলেন তিনি, তা এখনও মনে রেখেছে সকলেই। ডিস্কো গানকে প্রথম বলিউডে আনেন তিনি। সেইসময়ে মিঠুন চক্রবর্তী এবং বাপি লাহিড়ীর সুপারহিট জুটির কথা কেউ ভুলতে পারেননি। কিছু বছর আগেও ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘উ লাল লা’ এবং ‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রি’ গানে খুঁজে পাওয়া গিয়েছিল সেই পুরোনো বাপি কে। তারপর থেকে সেভাবে সক্রিয় নন তিনি।
বলিউডে এহেন গুজব এই প্রথম নয়। যদিও বাপি লাহিড়ীকে নিয়ে খুব একটা রটনার কথা শোনা যায়নি এতদিন। কেরিয়ারের শেষভাগে এসে এমন গুজবের সম্মুখীন হয়ে স্বভাবতই বিরক্ত বাপি । ছেলের কাছে এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাপ্পা। বাপি র মতো এমন একজন লেজেন্ডকে নিয়ে কে বা কারা এমন রটনা ছড়াল, সে বিষয়ে উত্তর খুঁজছেন সঙ্গীতপ্রেমীরা। যদিও গুজবের উৎস যাই হোক না কেন, ঘরের ছেলে অলোকেশ যে সুস্থ, তা জানতে পেরে খুশি বাঙালি।