Bank- SBI-তে অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকা, জেনে নিন
বর্তমান যুগে দাঁড়িয়ে প্রতিটি মানুষই চায় একটি সুরক্ষিত ভবিষ্যৎ। আর একটি সুরক্ষিত ভবিষ্যৎ তৈরিতে লাগে সঠিক পরিমাণ পুঁজি। সেই কারণে নানা ধরনের পলিসির খোঁজ করে বেড়ান অধিকাংশ মানুষ। এবার থেকে এই সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে দেওয়া দায়িত্ব পালনে এগিয়ে এলো সকলের পরিচিত ব্যাঙ্ক “স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া”। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে নিশ্চিন্ত থাকে জনসাধারণ। তবে এবার জানা যাচ্ছে, দেশের সব থেকে বড় এই ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকলেই পাওয়া যাবে এক বিশাল সুবিধা। অবাক হচ্ছেন? ব্যাঙ্কের গ্রাহকদের দেওয়া হবে বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা। তবে এই সুবিধা শুধুমাত্র সেই গ্রাহকরাই পাবেন, যাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে।
প্রসঙ্গত, এটি একটি সরকারি উদ্যোগে নেওয়া জনস্বার্থ প্রকল্প। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন অ্যাকাউন্ট প্রকল্পটি চালু করেছিলেন। মূলত প্রান্তিক শ্রেণির মানুষ বা বলা যেতে পারে আর্থিক দিক থেকে দুর্বল তাঁরা যেন সেভিংস, ডিপোজিট অ্যাকাউন্ট, ক্রেডিট, বিমা, পেনশন পর্যন্ত যাতে নিশ্চিন্ত থাকতে পারেন তাই সুনিশ্চিত করতে এই উদ্যোগ। যাঁদের এই অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কে, তাঁরা রূপ কার্ডের সুবিধা পেয়েছে। এই কার্ডের মাধ্যমে দু লক্ষ টাকার দুর্ঘটনার বিমা সুবিধা পর্যন্ত দেওয়া হবে।
টাকা তুলতে ব্যবহার করতে হবে কার্ড। পাশাপাশি, এই সুবিধা পেতে মানুষ বেসিক সেভিংস অ্যাকাউন্টকেও জনধন অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারে। ব্যাঙ্ক তরফে গ্রাহকদের জন্য RuPay PMJDY দেওয়া হবে। তবে ২০১৮, ২৮ আগস্ট পর্যন্ত যারা জনধন অ্যাকাউন্ট করেছিলেন তাঁদের দুর্ঘটনার বিমা হিসেবে দেওয়া হত ১ লক্ষ টাকা। আর পরে যারা অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকার বিশেষ সুবিধা।
আরও পড়ুন……SBI HOME LOAN -অবিশ্বাস্য কম সুদে গৃহ ঋণের সুবিধা নিন এই ব্যাঙ্কে, জেনে নিন আবেদনের পদ্ধতি
উল্লেখ্য, এই বিশেষ সুবিধার কথা জানা গিয়েছে SBI কর্তৃপক্ষ তরফে। ভারতের বাইরে দুর্ঘটনা ঘটলেও এই প্রকল্পের সুবিধা পাবেন গ্রাহকরা। বিমার টাকা মূলত বিমা ধারকের নমিনি পেয়ে থাকবেন। আর এই মুহূর্তে যারা জনধন অ্যাকাউন্ট খোলেনি, তাঁরা নিকটবর্তী শাখায় গিয়ে সঠিক পরিচয় পত্র সহ আবেদন জমা করলেই এই প্রকল্পের সুবিধার ভাগীদার হতে পারবে।