১৬ বছরেই ডাক্তারি, ছেড়েছেন আইএএস-র চাকরি! ১৪ হাজার কোটির মালিক এই ভারতীয় তরুণ
জীবনে সাফল্যের চূড়ায় কে না উঠতে চায়। কিন্তু ক্যারিয়ারের সঠিক পথ বাছতে না পেরে অচিরেই জীবন যুদ্ধে তলিয়ে যায় সকলে। কিন্তু এই ক্ষেত্রেই ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করে সাড়া ফেলেছেন এক ভারতীয়(Indian) তরুণ। কথা হচ্ছে ভারতের কৃতীমান যুবক রোমান সাইনিকে (Roman Saini) নিয়ে। তিনি যেমন একাধারে ডাক্তার, একজন প্রাক্তন আইএএস(IAS) অফিসার আবার এখন একজন সফল উদ্যোক্তপতিও বটে।
এদিকে মাত্র ১৬ বছর বয়সে এইমসের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন রোমান। কিন্তু ডাক্তারি পাশের পরেও তার মন মজে সিভিল সার্ভিস পরীক্ষায়। পরবর্তীতে মাত্র ২২ বছর বয়সে, রোমান সাইনি দেশের কঠিনতম পরীক্ষা, ইউপিএসসি(UPSC) সিভিল সার্ভিসে সাফল্য লাভ করেন। রোমানই দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসার। এই শিরোপা এখনও পর্যন্ত রয়েছে তাঁরই ঝুলিতে। পরবর্তীতে কালেক্টর হিসাবে মধ্যপ্রদেশে কাজও করেছেন দীর্ঘদিন।
অন্যদিকে আইএএস অফিসার হিসাবেও বেশিদিন মন টেকেনি তাঁর। মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে দিয়েছিলেন বন্ধু গৌরব মুনজালের সাথে আনঅ্যাকাডেমি (Unacademy) নামে একটি কোম্পানির প্রতিষ্ঠা করেন তিনি। ২০১০ সালে আনঅ্যাকাডেমি গৌরব মুঞ্জালের তৈরি একটি ইউটিউব চ্যানেল হিসেবে পথচলা শুরু করলেও কোম্পানিটি ২০১৫ সালে মুনজাল, সায়নী এবং তাদের তৃতীয় সহ-প্রতিষ্ঠাতা হেমেশ সিংয়ের হাত ধরে নতুন রূপ পায়। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রস্তুতির কাজে অনলাইন কোর্স প্রদান করে থাকে এই সংস্থা। এছাড়াও রয়েছে একাধিক শিক্ষামূলক কোর্সের অপশন।
বর্তমানে ভারতের বৃহত্তম শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি এই Unacademy। এই প্ল্যাটফর্মেই রয়েছে প্রায় ১৮ হাজার শিক্ষকের নেটওয়ার্ক। কোম্পানির মূলধন এখন প্রায় ২ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৪ হাজার ৮৩০ কোটির কাছে। এই প্ল্যাটফর্মে এখন ৫০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে বলে কোপাম্পানি কর্তৃক প্রদত্ত তথ্যে জানা যাচ্ছে।