রাস্তায় কুড়িয়ে পাওয়া সোনা পুলিশের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির ২ প্ৰযুক্তিবিদের

রাস্তার ধারের দোকানে চা খাওয়ার সময় হঠাৎই সোনার বেশ কিছু গয়না পড়ে থাকতে দেখেন তামিলনাড়ুর (tamil nadu) পেরুমবাকমের দুই আইটি কর্মী। এস বালাশুভ্রমনিয়ম ও ভি সেনুবাসম তাদের অফিসের কাছেই একটি চা দোকনের সামনে গয়না গুলি খুঁজে পান। সোনার গয়না গুলির মধ্যে ছিল দুটি আংটি, একটি ব্রেসলেট এবং একটি সোনার চেন। এতগুলি গয়না পেয়েও মুহূর্ত সময় নষ্ট না করেই তারা তা ফিরিয়ে দেন পেরুমবাকম পুলিশ আধিকারিকদের কাছে। পুলিশ সন্ধান করে গয়না গুলি তার নির্দিষ্ট মালিকের কাছে পৌঁছে দেন। সম্পূর্ণ ঘটনা জুড়েই সততার নজির সৃষ্টি করেছেন ওই দুই প্রযুক্তি কর্মী।

চা খাওয়ার সময়,দুই আইটি কর্মী,সোনার বেশ কিছু গয়না,গয়না গুলি খুঁজে পান,পুলিশ সন্ধান করে,মালিকের কাছে পৌঁছে দেন,during drinking tea,some gold ornaments,found those golds,police investigated,returned to owner

জানা গেছে ওই দুই প্রযুক্তি কর্মী রাত সাড়ে আটটা নাগাদ অফিস শেষ করে বেরোনোর পথে তাদের পছন্দের চায়ের দোকানে চা খেতে ঢোকেন। হঠাৎই দোকানের অনতিদূরে একটি আংটি লক্ষ করেন তাদের একজন। প্রথমে তারা ভেবেছিলেন আংটিটি ইমিটেশনের। কিন্তু কিছু পরেই তারা আংটি দুটির সামনে বাকি গয়নাগুলি দেখতে পান। ২৪ বছর বয়সী বালাশুভ্রমনিয়ম বলেন, “গয়না গুলি দেখে প্রথমে আমরা সেগুলিতে হাত দেওয়া থেকে বিরত থাকি। আমাদের মনে হয়েছিল কেউ কালো জাদু করেছে এবং আমাদের ফাঁদে ফেলার জন্য গয়নাগুলি ওখানে ফেলে রেখেছে।”

চা খাওয়ার সময়,দুই আইটি কর্মী,সোনার বেশ কিছু গয়না,গয়না গুলি খুঁজে পান,পুলিশ সন্ধান করে,মালিকের কাছে পৌঁছে দেন,during drinking tea,some gold ornaments,found those golds,police investigated,returned to owner

সেনুবাসম বলেন, তার মনে হয়েছিল তাদের কোনো সহকর্মী তাদের সাথে মজা করছেন। আসে পাশে দেখে ও দোকানগুলোতে জিজ্ঞাসা করে কোনো সদুত্তর না পেয়ে তারা চা দোকানের কর্মচারীদের হাতে গয়নাগুলি প্রথমে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। যাতে কেউ গয়নার খোঁজে এলে তাদের হাতে গয়না গুলি তুলে দেওয়া যেতে পারে। প্রমাণ হিসেবে তারা ছবিও তুলে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু তারা চিন্তিত ছিলেন যদি সঠিক হাতে গয়নাগুলি না পৌঁছায়! তাই তারা পুলিশের হাতেই গয়না গুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন সত্যিই চায়ের দোকানে গয়নার সন্ধানে একজন আসেন ও খোঁজ পেয়ে পুলিশের কাছে যান। গয়না ফিরে পেয়ে খুশি গয়নার মালিক।




Back to top button