Most Expensive Fish- অজানা ‘সুপারফিসের’ গল্প, মাছেদের রাজার দাম শুনলে চোখ কপালে উঠবেই
ইংল্যান্ডের কর্নওয়ালে ইংলিশ চ্যানেল (English channel)। সেখানেই দেখা গেল অপূর্ব এক মাছ। ঝাঁকে ঝাঁকে লাফালাফি করতে করতে ঘুরে বেড়াচ্ছে তারা। এই মাছের নাম ব্লুফিন টুনা (Atlantic bluefin tuna)। সকলেই তা দেখে মুগ্ধ, কিন্তু এর দাম হল আকাশছোঁয়া। বিশ্বের সবচেয়ে মূল্যবান মাছের খেতাব পেয়েছে ব্লুফিন টুনা। বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের কর্নওয়ালে এক শতাব্দী ধরে মাছটি দেখা যায়নি বলে বিশ্বাস করা হতো। কিন্তু এরপর গত শতাব্দী থেকে এখানে এই মাছ দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এখন গ্রীষ্মের দিনে প্রায়ই তাদের দেখা যায়।
ডেইলি মেইলের একটি রিপোর্ট বলছে, আটলান্টিক ব্লুফিন টুনাকে (Atlantic bluefin tuna) বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মাছ। এগুলোর ওজন প্রায় ২৫০ কেজি হয়ে থাকে। এক একটি মাছ গড়ে ৫ দশমিক ৬ ফুট পর্যন্ত লম্বা হয়। প্রতি ঘণ্টায় ৪৩ মিটার গতিতে সাঁতার কাটতে পারে এবং ৩ হাজার ফুটেরও বেশি গভীরে ডুব দিয়ে যেতে পারে। এত বড় আকৃতির কারণে এই মাছটি খুব দ্রুত গতিতে সাগরে দূরত্ব অতিক্রম করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, টুনা মাছ মানুষের জন্য বিপদজ্জনক নয় কারণ এটি প্রায় সময়ই খাবারের সন্ধানে ছোট মাছ শিকারে বের হয়। তবে তারা সাধারণত মানুষের চোখে পড়ে না। নীরবেই মাছ শিকার করে থাকে। খুব কমই মানুষের চোখে পড়ে। সম্প্রতি ইংলিশ চ্যানেলে মাছ শিকারের সময় ৬০ বছর বয়সী রুপার্ট কার্কউডের নজরে পড়ে। এছাড়া এই মাছগুলি উষ্ণ রক্তের এবং শরীরে যে তাপ উৎপন্ন হয় তা সাঁতারের পেশীতে অর্জিত হয়, যার কারণে তাদের সাঁতারের গতি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়।
দু-সপ্তাহের আয়ার চাকরিতে বেতন ৯ লক্ষ টাকা, কোথায় রয়েছে এই কাজের সুযোগ
শেষবার ২০২০ সালে, টোকিওতে (Tokyo ) একটি ব্লুফিন টুনা মাছ নিলাম করা হয়েছিল। আর এই মাছ কেনা হয়েছিল ভারতীয় মুদ্রায় ১২.৮ কোটি টাকায়। মাছটির ওজন ছিল 276 কেজি। বলা হয়ে থাকে, আটলান্টিক (Atlantic Ocean) এবং ভূমধ্যসাগরীয় এই মাছগুলো ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে ‘সমস্ত মাছের রাজা’ (king of fish) হিসাবে উল্লেখ করেছেন। স্যার ডেভিড অ্যাটেনবারো আখ্যা দিয়েছেন ‘সুপারফিশ’ হিসেবে।