Tirumala Srivari – ভক্তদের জন্য সুখবর, তিরুমালা শ্রীভরী সর্বদর্শনের জন্য শুরু হচ্ছে টোকেন দেওয়া

রাখী পোদ্দার,কলকাতা : অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) তিরুমালা (Tirumala) তিরুপতি মন্দিরে (Tirupati Temple) শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন প্রত্যেক হিন্দুর (Hindu) সপ্ন। আর সেই সপ্ন সফল করতে সারা দেশ থেকে ভক্তরা (Devotees) তিরুমালায় আসেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর একবার দর্শন পাওয়ার জন্য। প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন শ্রীবাস্তবকে (Srivastava) দেখতে। করোনা (Corona) পরিস্থিতিতে এই দর্শন করার নিয়ম ছিল কিছুটা ভিন্ন প্রকৃতির। তবে সম্প্রতি তিরুমালা তিরুপতি দেভাসথানামস (Tirumala Tirupati Devasthanams (TTD) ভক্তদের জন্য নিয়ে এসেছে এক সুখবর (Good news)। তিরুমালা তিরুপতি দেভাসথানামস (TTD) তিরুমালা শ্রীবের (Sriva) ভক্তদের জন্য অনলাইনে (Online) সর্বদর্শনা (Sarva Darshan ) টোকেন (Token) প্রকাশ করেছে।

এছাড়াও তিরুমালা তিরুপতি মন্দিরে সর্বদর্শনের পাশাপাশি আবাসনের (Accommodation) জন্যও কোটা ( Quota) প্রকাশ করেছে TTD। এক্ষেত্রে শ্রীবাস্তবকে দেখতে আসা ভক্তদের আগে থেকে একটি স্লট (Slot) বুক (Book) করতে হবে। এই বিষয়টিকে লক্ষ্য রেখে এই সম্পর্কিত সমস্ত তথ্য তাঁরা তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) তুলে ধরেছেন। TTD প্রকাশ করেছে যে ডিসেম্বরে (December) তিরুমালা শ্রীভরী (Srivari) দর্শনের জন্য টোকেন দেওয়া হবে শনিবার (Saturday) সকাল ৯ টায়। টিটিডি প্রকাশ (released) করেছে যে প্রতিদিন ১০,০০০ টি টিকিট দেওয়া হয়েছিল।

তিরুমালা ভক্তদের জন্য সুখবর,তিরুমালা তিরুপতি মন্দির,টিটিডি ভক্তদের জন্য প্রকাশ করছে টোকেনGood news for tirumala devotees,Tirumala Tirupati temple,TTD is releasing tokens for devotees

TTD কর্মকর্তারা আরও জানান যে, ডিসেম্বরে আবাসনের (Accommodation) জন্য কোটা ২৮ শে নভেম্বর সকাল ৯ টায় অনলাইনে (Online) প্রকাশ (Release) করা হবে। TTD জানিয়েছে দর্শনার্থীদের সর্বদর্শনের টোকেন এবং আবাসনের টোকেন বুক করতে হলে তা এই www.tirupatibalaji.ap.gov.in অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে বুক (Book) করতে হবে। অন্যদিকে, টিটিডি (TTD) পরামর্শ দেয় যে যেসব দর্শনার্থীরা তিরুমালা মন্দিরে দর্শন করতে আসবে তাদের কঠোরভাবে করোনা বিধি মেনে চলতে হবে।

এখানে ভার্চুয়াল সারি পদ্ধতিতে (Virtual Queue Manner) ভক্তদের জন্য টিকিট (Tickets) বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ যেসকল দর্শনার্থীরা আগে থেকে ওয়েবসাইটে লগ ইন (Log in) করবেন তাঁরা আগে থেকেই টিকিট বুক করতে পারবেন। TTD আশা করছে যে এর ফলে সার্ভার ডাউন (Server Down) সমস্যার সমাধান হবে। আর এটি যদি সম্ভব হয় তাহলে শ্রীভরী (Stivari) দর্শনে ভক্তদের ব্যাপক সাড়া (Response) পাওয়া যাবে। অনলাইনে টোকেন প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই কোটা সম্পন্ন (Quota Complete) হয়ে যায়। প্রায় ২০ মিনিটের ব্যবধানে ৩ লাখ ১০ হাজার টোকেন পেয়েছে ভক্তরা। কোটা পূরণ হওয়া সত্ত্বেও হাজার হাজার দর্শনার্থী এখনও তথ্য না জেনে টিকিটের জন্য ওয়েবসাইটে লগ ইন (Log In) করছেন। টিটিডি (TTD) দর্শন কোটা না বাড়ানোর ফলে গভীর ভাবে হতাশ হচ্ছে ভক্তরা (Devotees)।




Back to top button