হতে হবে আরও সুন্দর, প্লাস্টিক সার্জারিতে রূপেই ভোলবদল বলিউডের এই ৫ বিখ্যাত নায়িকার
বলিউডের গ্ল্যাম দুনিয়ার ঝাঁ-চকচকে আকর্ষণ কমবেশি আমাদের সকলেরই রয়েছে। আকর্ষক শরীর, মেদহীন কোমর এবং নারীশরীরের অন্যান্য অঙ্গও হতে হবে আকর্ষণীয়, বলিউডি দর্শকদের দাবি এমনই। যদিও গ্ল্যাম দুনিয়ার জ্বলজ্বলে প্রদীপের নিচেও যে অন্ধকার বিরাজ করে, তা কমবেশি জানেন অনেকেই। ‘পারফেক্ট ফিগার’ পাওয়ার চক্করে বলিউডের অভিনেত্রীরা যে কতদূর যেতে পারেন, সে সম্পর্কে খুব কমই ধারণা রয়েছে জনমানসে। শরীরকে ‘নিখুঁত’ করার জন্য নোস জব, বটক্স, লিপ ফিলার্সের মতো সার্জারি আজকাল প্রায়ই করিয়ে ফেলেন হাল-ফ্যাশানের অভিনেত্রীরা।
১. অনুষ্কা শর্মা
ঠোঁটে প্লাস্টিক সার্জারি করার জন্যই একসময়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা।ভাইরাল হওয়া একটি ছবিতে অনুষ্কাকে ‘পাউট’ করতে দেখা যায়। আর সেখানেই অনুষ্কার ফোলা ঠোঁট নজর কাড়ে সকলের। এমন অদ্ভূত ঠোঁটের কারণে ব্যাপক ট্রোলের শিকার হন অভিনেত্রী। পরবর্তীতে অনুষ্কা স্বীকার করে নেন যে, ‘লিপ এনহ্যান্সিং ট্যুল’ ব্যবহারের ফল এটা।
২. বাণী কাপুর
২০১৬ সাল নাগাদ মুক্তি পায় বলিউডের চলচ্চিত্র ‘বেফিকরে’। সেই ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করে সকলের নজর কাড়েন বাণী। যদিও শুধুই অভিনয় নয়, মুখের অভিব্যক্তি এবং আকর্ষক শরীরী ভাঁজের কারণেই ফ্যানমহলে আলোচনার কেন্দ্রে চলে আসেন বাণী। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবিতে অভিনয় করেন বাণী। সেই ছবিতে যে মিষ্টি বাণীকে দেখা যায়, ‘বেফিকরে’-র বাণী সেই তুলনায় অনেকটাই কাঠখোট্টা। চিবুক, ঠোঁট ও মুখের গঠনে স্পষ্ট ফারাক নজরে পড়লেও বাণী এর কারণ হিসেবে কসমেটিক্স সার্জারির কথা বলেননি একবারও। কঠিন যোগব্যায়ামই এর কারণ বলে জানান অভিনেত্রী।
৩. শ্রুতি হাসান
দক্ষিণের প্রতিভাবান অভিনেতা কমল হাসানের সুকন্যা শ্রুতি হাসান বলিউডে পা রাখেন ‘লাক’ (২০০৯) ছবির মাধ্যমে। নাকে এক বিশেষ প্লাস্টিক সার্জারি করার বিষয়ে প্রথম থেকেই বেশ সৎ ছিলেন শ্রুতি। যদিও সার্জারি করার কারণ হিসেবে একটি বিশেষ নাকের সমস্যাকে দায়ী করেন শ্রুতি। নাকে ‘সেপ্টোপ্লাস্টি’ করার পর দর্শকমহল দাবি করে যে শ্রুতি লাইপোসাকশন করিয়েছেন! সকল ট্রোল ও সমালোচনার জবাব এক উত্তরেই দিয়ে দেন শ্রুতি। নিজের জীবনের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে শ্রুতিরই, তা সমালোচকদের মনে করিয়ে দেন অভিনেত্রী।
৪. ঐশ্বর্য্য রাই
ভারতীয় অভিনেত্রীদের তালিকায় সৌন্দর্যের নিরিখে এখনও বেশ উপরের দিকেই থাকেন অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন। যদিও এককালের মিস ওয়ার্ল্ড-ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক্স সার্জারি করিয়েছিলেন, সে কথা জানলে চমকে যাবেন আপনিও! লিপ ফিলার্স, ফেসিয়াল ফিলার্স, নোজ জবের পাশাপাশি ‘চিক ইমপ্ল্যান্ট’-ও করিয়েছেন ঐশ্বর্য্য,জানা যায় এমনটাই। যদিও সার্জারির কাটাছেঁড়ার প্রসঙ্গে কখনই সর্বসমক্ষে মুখ খোলেননি ঐশ্বর্য্য।
৫. ক্যাটরিনা কাইফ
তাঁর মুখের গঠন থেকে ছিপছিপে গড়ন, উদ্দামতা ও লাস্যের যথাযথ সংমিশ্রণ হলেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ঐশ্বর্য্য না ক্যাটরিনা, সৌন্দর্যের মাপকাঠিতে কে এগিয়ে, এ বিষয়ে দর্শকদের মধ্যে তর্কবিতর্ক এখনও বিদ্যমান। ক্যাটরিনা ঘনিষ্ঠদের মতে, নোজ জব, ঠোঁট ও চিবুক ফিলার্স করিয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার পুরনো ছবি ও সাম্প্রতিক ছবি পাশাপাশি রেখে তুলনা করলে সার্জারির ছাপ ধরা যায় সহজেই।