রাস্তায় ২৫ কিমি বেগে ছুটবে হুইলচেয়ার! চমৎকার আবিষ্কার IIT মাদ্রাজের পড়ুয়াদের
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি- মাদ্রাজের পড়ুয়ারা মিলে এক অভিনব হুইলচেয়ার প্রযুক্তি আবিষ্কার করে তাক লাগাচ্ছে। তাদের নতুন আবিষ্কৃত ‘নিওবোল্ট’ নামের হুইলচেয়ারটি আসলে একটি ব্যাটারি চালিত পরিবহন যান। যা সাধারণ পাকা রাস্তায় তো বটেই চলতে পারবে উঁচুনিচু অঞ্চল জুড়েও। অভিনব এই হুইলচেয়ারে লাগানো হয়েছে লিথিয়াম আয়ন চালিত ব্যাটারি যা দীর্ঘ সময় ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। বিকলাঙ্গদের সুবিধার্থে এই আবিষ্কার নতুন দিক খুলে দিতে পারছেন অনেকে।
প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুজাতা শ্রীনিবাসন, যার নেতৃত্বে এই পুরো প্রকল্পটি রূপায়িত হয়েছে তিনি জানান, তাদের আবিষ্কৃত এই অভিনব যানটি সম্পূর্ণ সুরক্ষিত, ভরসার যোগ্য এবং সস্তা। নিওমোশন নামের একটি স্টার্ট আপের আওতায় বানানো এই হুইলচেয়ারটি অন্যান্য অনেক স্কুটির তুলনায় অনেক বেশি ব্যবহারযোগ্য।
এছাড়াও পড়ুয়াদের এই টিমটি নিওফ্লাই নামের একটি বিশেষ প্রযুক্তির আবিষ্কার করেছে যা দিয়ে নিওবোল্ট হুকচেয়ারকে ব্যবহারকারীর মতো করে কাস্টমাইজ করা যায়। শ্রীবিবাসন বলেন, “নিওবোল্টকে অনেক বেশি সুরক্ষিত করে গড়ে তোলে নিওফ্লাই। এর মাধ্যমে যেকোনো ধরনের ভু তলের ওপর চকাফেরা করা সম্ভব। উন্নত সাসপেনশন সিস্টেমের কারণে চালক স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন।”
নিওবোল্টের ডিজাইন ইতিমধ্যেই পেটেন্ট করানো হয়েছে। এই গাড়িতে হেডলাইট, ন্যাভিগেশন, সাইড ইন্ডিকেটর, হর্ন, আয়নার মতো সব ব্যবস্থাই রয়েছে। নিও মোশনের কর্ণধার স্বস্তিক সৌরভ দাস বলেন, “২৮ টি দেশের ৬০০ জন ইতিমধ্যেই যানটি ব্যবহার করছেন। বাজারে উপলব্ধ এই ধরনের বেশিরভাগ যানের থেকেই সস্তা এই যান। নিও বোল্টের দাম আপাতত ৩৫০০০ টাকা ধার্য করা হয়েছে।”