ধনতেরাসে কিনতে হয় সোনা রুপো, কেন এমন আজব রীতি? জানুন আজকের দিনের গুরুত্ব

ধনতেরাস (Dhanteras) বা ধন ত্রয়োদশী হল দীপাবলী উৎসবের প্রথম দিন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩ তম দিনটিকে “ধনতেরাস”-র দিন হিসেবে উদযাপন করে থাকেন বাঙালিরা। বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই উৎসব পালিত হতো কেবলমাত্র উত্তর ভারতেই, তবে ধীরে ধীরে বাঙালির ঘরেও এই উৎসব পালন হওয়া শুরু হয়েছে।

এবছর ২রা নভেম্বর মঙ্গলবার অৰ্থাৎ আজকের দিনটি পালিত হবে ধন তেরাস। নিজের সাধ্যমত সেদিন যে কোনো ধাতব জিনিস কেনাই বাঙালীর রীতি। তবে কেন এই দিনেই কিনতে হয় ধাতব জিনিস তা অনেকেই জানেন না। আসলে এই দিনটিকে ঘিরে রয়েছে বহু পৌরাণিক মতামত।

why it is customary to buy gold silver or utensils in Dhanteras,ধনতেরাসের বাংলা খবর,ধনতেরাস উৎযাপন,ভারতে ধনতেরাস,ধনতেরাস ও দিওয়ালি,ধনতেরাসে সোনা বিক্রি,ধনতেরাস উৎসব,ধনতেরাস ২০২১,Dhanteras Bangla News,Dhanteras Celebration,Dhanteras in India,Dhanteras and Diwali,Gold Sale in Dhanteras,Dhanteras Festival,Dhanteras 2021

পুরান মতে, সমুদ্রমন্থনের সময় এই দিনেই দেবী ধন্বন্তরি প্রকট হয়েছিলেন। তাই আজকের দিনের দেবী ধন্বন্তরি ও কুবেরের পুজো করলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং অর্থাগম হয়। পুরোহিত রাকেশ পান্ডের মতে, তাই আজকের দিনে কোনো কিছু কেনাকাটা করলে তা সারাবছর শুভ ফল দেবে।

কথিত আছে, সমুদ্রমন্থনের সময় কার্তিক মাসে, ত্রয়োদশীতে প্রকট হয়েছিলেন দেবী ধন্বন্তরি এবং তার ঠিক দু দিন পরেই ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন দেবী মহালক্ষী। তাই বলা হয়ে থাকে, কালীপুজোর ঠিক দু’দিন আগে দেবী ধন্বন্তরির পুজো করলে মা কালীর অশুভ বিনাশের পাশাপাশি দেবী লক্ষ্মীও সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবেন। আবার অনেকের মতেই, ধন্বন্তরি বিষ্ণুরই আরেক রূপ, যা সংসারে রোগের বিনাশ করে থাকে।

বেদাচার্যদের মতে, বর্তমান বছরে ত্রিপুরস্করের শুভ লাভ ঘটবে ধনতেরাসের দিন। চলতি বছরে ধনতেরাস পুজোর সময় পড়েছে বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে ৮টা ১৪ মিনিট পর্যন্ত। তবে শুভ যোগ থাকবে সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত। এই সময়ে সোনা,রূপো বা বাসনপত্র কেনা অত্যন্ত শুভ। তবে করোনা আবহে এবার কতটা ধনতেরাসের কেনাকাটা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গহনার দোকানের ব্যবসায়ীরা।




Back to top button