world handsome man 2021: হৃত্বিককে পিছনে ফেলে ২০২১ এর বিশ্বসেরার খেতাব পেল বিটিএস খ্যাত ‘ভি’

২০২১ সাল প্রায় শেষের পথে। প্রতি বছরের মতন এবারও বর্ষরান্তে প্রকাশিত হয়েছে বিশ্বসেরা হ্যান্ডসম পুরুষের (World’s Most Handsome Man) তালিকা। এই তালিকায় সবার প্রথম যে নামটি রয়েছে, তাকে আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। তিনি হলেন ‘কিম তাইয়ুং’ (Kim Tae-hyung) আসুন জেনে নিই, তার বিস্তারিত পরিচয়।
সম্প্রতি কিম তাইয়ুং (Kim Tae-hyung) নামটা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বিশেষত, বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীদের (Teenage) মধ্যে। মূলত দক্ষিণ কোরিয়ার (South Korean) একটি বিশ্বখ্যাত জনপ্রিয় ব্যান্ড (Band) বিটিএস (BTS) এর একজন অন্যতম সদস্য হলেন কিম তাইয়ুং। ২০২১ সালের বিশ্বসেরা হ্যান্ডসম পুরুষের তালিকায় সেরা হয়েছেন কিম তাইয়ুং। তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি জনপ্রিয় ‘ভি’ (V) নামে। ২০২১-এর বিশ্বসেরা হ্যান্ডসম পুরুষের পাশাপাশি তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে আরো বেশ কিছু খেতাব। সম্প্রতি এক প্রথম সারির নিউজ এজেন্সির (News Agency) তালিকায় সব শীর্ষস্থানীয় (Top) নাম ছিল ‘ভি’-এর। এর আগে একবার এই স্থানে ছিলেন ভারতীয় সুপারস্টার হৃত্বিক রোশন (Hrittik Roshan)। চলতি বছরে এবার সেই খেতাব পেলেন ভি। একই সপ্তাহে অন্য এক জনপ্রিয় ম্যাগাজিনে (Magazine) ও বিশ্বসেরা পুরুষের তালিকায় নাম ছিল বিটিএস খ্যাত ভি (V)-এর।
‘নুভিন’ (Nuvin) নামক এই ম্যাগাজিন সংস্থার পক্ষ থেকে একটানা পাঁচ মাসের একটি সার্ভে (Survey)-তে বিশ্বের ১৮৩ টি দেশের থেকে স্যাম্পেল (Sample) সংগ্রহ করা হয়। এই দেশগুলির মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, জাপান, আমেরিকা, মেক্সিকো, চিন, জাপান প্রভৃতি। এই সার্ভে করা হয় বিশ্বের সেরা ২০ জন স্টানিং সেলেব (Stunning celeb) পুরুষদের নিয়ে। যার মধ্যে বিশ্বসেরা হয়ে তালিকার প্রথম স্থান দখল করেন ভি। এক মিলিয়ান (Million) ভোটের মধ্যে ৬০০ হাজার ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন ভি। গত বছর এই স্থানটিই পেয়েছিলেন বলি অভিনেতা হৃত্বিক।
আরও পড়ুন………Madan Mitra-Didi No.1: দিদি নং ওয়ানে সস্ত্রীক হাজির মদন মিত্র , মঞ্চ ভাগ করলেন বাবুল সুপ্রিয়
তবে ‘দ্য টিল ম্যাঙ্গো’ (The Teal Mango) থেকে করা অন্য একটি সার্ভে অনুযায়ী করা তালিকাটিতেও প্রথম স্থান দখল করেছেন ভি এবং এই তালিকাটিতেই দ্বিতীয় স্থানেই রয়েছেন হৃত্বিক রোশান। প্রথম স্থান থেকে নামটি সরে আসায় সামান্য খারাপ লাগা থাকলেও বিশ্বসেরা হ্যান্ডসম পুরুষের তালিকায় দ্বিতীয় স্থান পাওয়াটাও কিছু কম নয় বলে দাবী করেছেন এই বলি সুপারস্টারের ভক্তরা।