World Soil Day – জানেন কি, কেন পালন করা হয় ‘বিশ্ব মাটি দিবস’

প্রতি বছর ৫ই ডিসেম্বর ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ (World Soil Day) পালন করা হয়ে থাকে। প্রতি বছরে আলাদা আলাদা মূলভাব (Theme) নিয়ে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। এই বছরে এই দিনটির মূল বিষয়বস্তু হল ‘মাটির লবণাক্তকরণ বন্ধ করুন, মাটির উৎপাদনশীলতা বাড়ান।’ মাটির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করাই এই দিনটির মূল উদ্দেশ্য (Moto)। মাটির পরিস্থিতি দিন দিন অবনতির পথে পা বাড়াচ্ছে, যা একটি অন্যতম পরিবেশগত সমস্যা (Environmental Issues)।

২০০২ সালে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সেস (International Union of Soil Science বা আইইউএসএস) মাটিকে সম্মান জানাতে একটি বিশ্ব দিবসের প্রস্তাবনা করেছিল। ধারণাটি (Concepy) ছিল, মাটির ক্ষয়, এর প্রভাব এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ২০২১ সালের থিমের লক্ষ্য হল, মৃত্তিকা ব্যবস্থাপনা এবং মাটির লবণাক্তকরণ সম্পর্কিত সমস্যাগুলির মোকাবিলা করে সুস্থ বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচার (Awareness Campaign) করা।

বিশ্ব মৃত্তিকা দিবসের ইতিহাস,বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্বর খবর,বিশ্ব মাটি দিবসের তাৎপর্য,বিশ্ব মৃত্তিকা দিবস ২০২১,জাতিসংঘের খবর,বিশ্ব মৃত্তিকা দিবসের বাংলা খবর History of World Soil Day,Important News of World Soil Day,Significance of World Soil Day,World Soil Day 2021,United Nations News,Bangla News of World Soil Day

জাতিসংঘের (United Nation) ক্যালেন্ডার অনুযায়ী, আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই দিনে মাটি রক্ষণাবেক্ষণের পাশাপাশি মাটির ক্ষয় ও দূষণের কারণগুলি বোঝার জন্য সরকার, অলাভজনক গোষ্ঠী, বিজ্ঞানী এবং জনগণকে সকলকে একত্রিত করার চেষ্টা করা হয় এবং কিভাবে স্থানীয় পর্যায়ে মাটি সংরক্ষণ করা সম্ভব সেই বিষয়েও উৎসাহ প্রদান করা হয়।

আরও পড়ুন…..Rishi Arabinda: বিপ্লব থেকে আধ‍্যাত্মবাদ, মৃত‍্যুদিনে ঋষি অরবিন্দের জীবনের কিছু অজানা কাহিনী জেনে নিন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে (Official Twitter Account) মোট ৫ টি কারণ উল্লেখ করে লিখেছেন “কেন আমাদের পায়ের নীচে মাটি লালন করা দরকার”। এই দিনটিকে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের (Bhumibol Aduliadez) জন্মদিন হিসাবেও পালন করা হয়ে থাকে। ২০১৬ সালের ৫ই ডিসেম্বর তিনিই সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব মাটি দিবস পালন করেছিলেন। স্বাস্থ্যকর মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মৃত্তিকা সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার পক্ষে জনগণকে সচেতন করাই বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রধান কারণ।




Back to top button