Year Ender 2021: কম খরচে গ্রাহকের মন জিতেছে এই ফোনগুলি, রইল তালিকা

২০২১ সালে স্মার্টফোনের বিভিন্ন কোম্পানি বিশেষ করে শাওমি(Xiaomi), ওয়ান প্লাস (OnePlus), রিয়্যালমি (Realme) এবং আরও কয়েকটি ব্র্যান্ড ২৫০০০ টাকার মধ্যে বেশ কিছু প্রশংসনীয় স্মার্টফোন লঞ্চ (Launch) করেছে। এই ফোনগুলির মধ্যে কয়েকটিতে রয়েছে ফাইভ-জি (5G) কানেকশন (Connection) ও অত্যাধুনিক বিভিন্ন ফিচারস (Features) লক্ষ্য করা যায়। এই ব্র্যান্ডগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাঁচটি ফোনের তালিকা নিম্নে দেওয়া হল :

২০২১ সালের সেরা পাঁচ ফোনের খবর,২৫ হাজার টাকা মূল্যের ফোনের খবর,৫জি ফোনের খবর,ভারতের ৫ জি ফোনের খবর,ভারতীয় স্মার্টফোনের বাংলা খবরTop 5 phone news of 2021,phone news worth 25 thousand rupees,5G phone news,5G phone news of India,Bangla news of Indian smartphones,২০২১,স্মার্টফোন,৫ জি,অ্যান্ড্রয়েড,শাওমি,রিয়্যালমি,ওয়ান প্লাস,মোটোরোলা,দেশ,মোবাইল ফোন,tbc2021,Smartphone,5G,Android,Xiaomi,Realmy,One Plus,Motorola,Country,Mobile Phone,tbc.

১) ওয়ান প্লাস নর্ড সি ফাইভ জি (Oneplus Nord C 5G)

২৪,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ‘কোর’ এডিসনের (‘Core’ edition) নর্ড লাইনআপের (Nord Lineup) ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড (FHD + AMOLED) ডিসপ্লে । একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪৫০০ এমএএইচ(mAh) ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

২০২১ সালের সেরা পাঁচ ফোনের খবর,২৫ হাজার টাকা মূল্যের ফোনের খবর,৫জি ফোনের খবর,ভারতের ৫ জি ফোনের খবর,ভারতীয় স্মার্টফোনের বাংলা খবরTop 5 phone news of 2021,phone news worth 25 thousand rupees,5G phone news,5G phone news of India,Bangla news of Indian smartphones,২০২১,স্মার্টফোন,৫ জি,অ্যান্ড্রয়েড,শাওমি,রিয়্যালমি,ওয়ান প্লাস,মোটোরোলা,দেশ,মোবাইল ফোন,tbc2021,Smartphone,5G,Android,Xiaomi,Realmy,One Plus,Motorola,Country,Mobile Phone,tbc.

২) আইকিউওও জেড থ্রি ফাইভ জি (iQOO Z3 5G)

৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি (FHD + LCD)  ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর ইত্যাদি ফিচার্স যুক্ত এই ফোনটির ভারতীয় মূল্য ১৯,৯৯৯ টাকা।

২০২১ সালের সেরা পাঁচ ফোনের খবর,২৫ হাজার টাকা মূল্যের ফোনের খবর,৫জি ফোনের খবর,ভারতের ৫ জি ফোনের খবর,ভারতীয় স্মার্টফোনের বাংলা খবরTop 5 phone news of 2021,phone news worth 25 thousand rupees,5G phone news,5G phone news of India,Bangla news of Indian smartphones,২০২১,স্মার্টফোন,৫ জি,অ্যান্ড্রয়েড,শাওমি,রিয়্যালমি,ওয়ান প্লাস,মোটোরোলা,দেশ,মোবাইল ফোন,tbc2021,Smartphone,5G,Android,Xiaomi,Realmy,One Plus,Motorola,Country,Mobile Phone,tbc.

৩) মোটোরোলা এডজ টোয়েন্টি ফিউশন (Motorola Edge 20 Fushion)

৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি (FHD + OLED) ডিসপ্লে, ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার্স যুক্ত এই ফোনের দাম ২১,৪৯৯ টাকা।

২০২১ সালের সেরা পাঁচ ফোনের খবর,২৫ হাজার টাকা মূল্যের ফোনের খবর,৫জি ফোনের খবর,ভারতের ৫ জি ফোনের খবর,ভারতীয় স্মার্টফোনের বাংলা খবরTop 5 phone news of 2021,phone news worth 25 thousand rupees,5G phone news,5G phone news of India,Bangla news of Indian smartphones,২০২১,স্মার্টফোন,৫ জি,অ্যান্ড্রয়েড,শাওমি,রিয়্যালমি,ওয়ান প্লাস,মোটোরোলা,দেশ,মোবাইল ফোন,tbc2021,Smartphone,5G,Android,Xiaomi,Realmy,One Plus,Motorola,Country,Mobile Phone,tbc.

৪) শাওমি এমআই টেনআই ৫জি (Xiaomi MI 10i 5G)

এই ফোনটির ভারতীয় মূল্য ২১,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৪৮২০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে (FHD + Display) এবং কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

২০২১ সালের সেরা পাঁচ ফোনের খবর,২৫ হাজার টাকা মূল্যের ফোনের খবর,৫জি ফোনের খবর,ভারতের ৫ জি ফোনের খবর,ভারতীয় স্মার্টফোনের বাংলা খবরTop 5 phone news of 2021,phone news worth 25 thousand rupees,5G phone news,5G phone news of India,Bangla news of Indian smartphones,২০২১,স্মার্টফোন,৫ জি,অ্যান্ড্রয়েড,শাওমি,রিয়্যালমি,ওয়ান প্লাস,মোটোরোলা,দেশ,মোবাইল ফোন,tbc2021,Smartphone,5G,Android,Xiaomi,Realmy,One Plus,Motorola,Country,Mobile Phone,tbc.

৫) রিয়্যালমি এক্স সেভেন ফাইভ জি (Realme X7 5G)

৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড (Full HD + Super AMOLED) ডিসপ্লে, ১৮০০× ২৪০০ পিক্সেল রেজুলেশন, মিডিয়াটেক ডাইমেনসিটি এইচ হান্ড্রের্ড ইউ (MediaTek Dimensity 800U) চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা – ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রোসেন্সর, ৪৩১০ এমএএইচ (mAh) ব্যাটারি যা ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ফিচার্স যুক্ত এই ফোনের মূল্য ১৯,৯৯৯ টাকা।




Back to top button