Old Coins: বিনা পরিশ্রমেই লাখপতি, থাকতে হবে এই পাঁচ টাকার নোটটি

পুরানো টাকার নোট(Old Rupees Note) কিংবা মুদ্রা(Old Coin) জমানোর শখ আছে বহু মানুষেরই। আর ভাগ্যের চাকা যদি একবার ঘুরে যায় তাহলে, এই শখই তাঁদের পরিণত করে কোটিপতিতে। বর্তমান পরিস্থিতিতে চারদিকে যা অবস্থা হাতে একটু বেশি টাকা পয়সা এলে লাভ বইকি ক্ষতি কিছুই হয় না। আর সেই টাকা যদি পকেটে পড়ে থাকা আদ্যিকালের পুরানো নোটটা(Old Rupees Note) বিক্রি করে আসে তাহলে তো সোনায় সোহাগা। পুরানো মুদ্রা(Old Coin) বা নোট বিক্রি করে লাখপতি হয়েছেন এমন মানুষের তালিকা বেশ বড়। এবার এই তালিকায় নিজের নামটা যুক্ত করতে পারলে মন্দ হয় না। লাখ খানেক টাকা মিলে যাবে বিনামূল্যে, করতে হবে না কোনোরকমের পরিশ্রম।

old coins,sell,old indian,coins,price,old coin,value,how to sell old coins,sale,buyers,old coins for sale,where to sell old coins,selling old coins,quikr old coins,quikr,old coins price list,coinbazaar,sell old,online,old coins of india,olx,coin bazaar,coinbazaar sell old coins,olx old coins,old indian coins,value list,pricecoin bazaar,sell old coins,indiamart old coins,পুরানো মুদ্রা,পুরানো নোট।,৫ টাকার নোট,ভারতীয় মুদ্রা,ভারতীয় নোট

শুনতে খানিকটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! আপনার পকেটে থাকা পাঁচ টাকার নোটটাই আপনাকে পরিণত করবে লাখপতিতে। এমন অনেক সাইট আছে যেখানে পুরানো নোট কিংবা মুদ্রা বিক্রি হয়। এবার সেই খানেই বিক্রির তালিকায় দেখা মিলেছে পুরানো ৫ টাকার নোটের। এবার আপনার কাজ শুধুই সেই সাইটগুলোতে গিয়ে নোটটিকে বিক্রি করে দেওয়া। আর বিক্রি মাত্রই নিজের হাতে লাখ খানেক টাকার বাস্তব চিত্র ফুটে ওঠা।  এত কিছু শোনার পর খানিকটা অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হলেও বর্তমান বাস্তবকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। এই আধুনিক যুগে হু হু করে বৃদ্ধি পাচ্ছে পুরানো নোট এবং মুদ্রার দাম। কিছু বিশেষ মুদ্রা বা নোট এবং সেগুলির পিছনে ছাপা কিছু বিশেষ চিত্র আপনার পকেটে থাকলেই আপনি লাখপতি।

আরও পড়ুন……এক গানেই কোটিপতি! জানেন মানিকে মাগে হিথে গেয়ে কত টাকা ব্যাঙ্কে ঢুকল ইয়োহানির?

উল্লেখ্য, এই ৫ টাকার নোটটি কিন্তু আর পাঁচটা ৫ টাকার নোটের মতো নয়। পুরানো ওই ৫ টাকার নোটের পিছনে ট্র্যাক্টর চালাচ্ছেন এমন একজন চাষির ছবি ছাপা থাকতে হবে। পাশাপাশি, ৭৮৬ নম্বর লেখা থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত শর্তগুলি পূর্ণ হলেই আপনার পকেটে থাকা পুরানো ওই নোটটি আপনাকে বানিয়ে দেবে লাখপতি। এবার নোটটি বিক্রির জন্য আপনাকে কী করতে হবে? আপনি পুরানো ৫ টাকার নোটটির ছবি তুলে পুরানো মুদ্রা বিক্রি হয় এমন ওয়েবসাইটে দিয়ে দেবেন। এরপর ছবি দেওয়া মাত্রই শুরু হয়ে যাবে নিলাম। আর এখান থেকেই আপনি আয় করতে পারবেন লক্ষাধিক টাকা।




Back to top button