পুরুষ আইটেম ডান্সার, তাও ধুতি পরে! ‘গোবিন্দ দাঁত মাজে না’র সঙ্গে তুমুল নাচ অঙ্কুশের

ধুতি পরে আইটেম ডান্স! হইহই করে বাজছে ‘গোবিন্দ দাঁত মাজে না’। আর তুমুল নাচছেন অঙ্কুশ। পরনে লাল পাঞ্জাবি আর সাদা ধুতি। গলায় গামছা। আইটেম ডান্সার মানেই মালাইকা আরোরা, মল্লিকা শেরওয়াত। চুটিয়ে নাচ। হুল্লোড়। দর্শকদের সিটি। ‘শিলা কি জওয়ানি’ হোক কিংবা ‘বিল্লো রানি’, মহিলা অভিনেত্রীদেরই রমরমা। কিন্তু পুরুষ আইটেম ডান্সার? কেউ কখনও শুনেছে না দেখেছে? পথ দেখাল বাংলা। ছক ভাঙলেন অঙ্কুশ। নন্দিতা-শিবুর ‘রক্তবীজ’ ছবিতে পুরুষ আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গেল তাঁকে। শনিবার সামনে এল তারই ঝলক। কেমন নাচলেন অঙ্কুশ?




Leave a Reply

Back to top button