আশা ভোঁসলের নাতনিকে চেনেন? ঠাকুমার মতোই গানের গলা, রূপে বলিউডের নায়িকাদের দশ গোল দেবেন
আশা ভোঁসলের নাতনিকে দেখেছেন? জনাই ভোঁসলে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, ঠাকুমার মতোই গানের গলা। আর রূপে বলিউডের নায়িকারাও কুপোকাত। কিছুদিন আগেই ৯০ বছরে পা দিয়েছেন আশা। সেই উপলক্ষ্যে নাতি, নাতনিদের নিয়ে দুবাই গিয়েছিলেন। সফরের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে জনাইকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনেকেই। আশা ভোঁসলের ছোট ছেলে আনন্দ ভোঁসলে এবং অনুজা ভোঁসলের কন্যা জানাই। ২০০২ সালে মুম্বইয়ে জন্ম।ঠাকুমা আশার সঙ্গে একাধিক কনসার্টে গেয়েছেন। কত্থক নৃত্যেও পারদর্শী। গাছপালা, পশুপাখি ভালোবাসেন। মুম্বইয়ের যে কোনও বৃক্ষরোপণ উৎসবে তিনি থাকবেনই। ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের ব্র্যান্ড ‘সিক্স প্যাক’-এর সঙ্গেও যুক্ত জনাই। বলিউডেও ওঠাবসা রয়েছে। আগামী দিনে কী রূপালি পর্দায় দেখা যাবে তাঁকে? সেটা অবশ্য সময়ই বলবে।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6