শৈশব কেটেছে অনাহারে, সিনেমার পোস্টার বানিয়ে পেতেন ৩৫ টাকা, নানার জীবনী চোখে জল আনবে
নানা পাটেকর। চরিত্রাভিনেতাদের দুনিয়ার বেতাজ বাদশা। কেরিয়ারে সাফল্যের শিখরে উঠেছেন। কিন্তু শৈশব কেটেছে কার্যত অনাহারে। বাবার ব্যবসা ডুবে যাওয়ার পর সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে নানার কাঁধে। স্কুল শেষ করে কাজে যেতেন। ৮ কিমি হাঁটা। সিনেমার পোস্টার বানাতেন। পেতেন দৈনিক ৩৫ টাকা। টাকার জন্য রাস্তার জেব্রা ক্রসিং আঁকার কাজও করেছেন। ‘প্রহার’ সিনেমাই তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে। সেনাতেও যুক্ত ছিলেন। কারগিল যুদ্ধের সময় দেশের সেবা করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির ট্রেলার। ফের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন নানা।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6