সংসদ কর্মীদের পোশাকে পদ্মফুল, খাকি প্যান্ট! ঘোর আপত্তি কংগ্রেসের, বিতর্ক তুঙ্গে

নতুন সংসদ ভবন। নতুন পোশাক। আর তা নিয়েই বিতর্ক। সংসদ ভবনের কর্মীদের জন্য নয়া ড্রেস কোড লাগু করেছে কেন্দ্র সরকার। ক্রিম রংয়ের শার্ট, খাকি প্যান্ট। সেই শার্টে জাতীয় ফুল পদ্মের ছবি। মহিলাদের জন্য হালকা রঙের শাড়ি। তাতেও ছাপা পদ্মফুল। ঘটনাচক্রে খাকি প্যান্ট আরএসএসের উর্দির অঙ্গ। পদ্মফুল আবার বিজেপির প্রতীক। ফলে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে তোপ দেগেছে কংগ্রেস-সহ বিরোধীরা। কংগ্রেসের লোকসভার সচেতক মাণিকম টেগোরের প্রশ্ন, ‘শুধু পদ্মফুল কেন? ময়ূর নয় কেন? বাঘ নয় কেন? সেগুলো বিজেপির নির্বাচনী প্রতীক নয় বলে’? তাঁর অভিযোগ, এর আগে জি২০ সম্মেলনের লোগো-তেও সুকৌশলে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুলকে কাজে লাগানো হয়েছিল।




Leave a Reply

Back to top button