পুজোর কোন দিন কেমন সাজবেন? টিপস দিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা, দেখুন পছন্দ হয় কিনা
পুজোর বাকি আর একমাস। জোরকদমে চলছে প্রস্তুতি। শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। পুজোর চারদিন কেমন সাজবেন? কবে কোন শাড়ি পরবেন? পরিকল্পনা করতে হিমশিম। কোনও চিন্তা নেই। টিপস দিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা।
পুজোর বাকি আর একমাস। জোরকদমে চলছে প্রস্তুতি। শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। পুজোর চারদিন কেমন সাজবেন? কবে কোন শাড়ি পরবেন? পরিকল্পনা করতে হিমশিম। কোনও চিন্তা নেই। টিপস দিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা।
1/6
গোলাপি শাড়ি। গলায় হার। কানে দুল। হাতে বালা। এমন শাড়িতে সেজেই ক্যামেরার সামনে পোজ দিলেন দেবচন্দ্রিমা। ধুনুচি নাচলেন। ঢাকও বাজালেন। সপ্তমীর দিন সাজতে পারেন এমন সাজে।
2/6
অষ্টমীর সকালে কালো বা লাল পাড়ের সাদা শাড়ি। চিরাচরিত। পরাম্পরা লুকেই এদিন ভালো মানাবে। খোঁপায় থাকুক ফুলের মালা। হাতে গলায় জাঙ্ক জুয়েলারি।
3/6
রাতে হলুদ শাড়ি। গলায় চোকার। কেল্লা ফতে।
4/6
নবমীর সাজ একটু হটকে হোক। পরনে উঠুক আজরাখ প্রিন্টের শাড়ি । বো দেওয়া ব্লাউজ, আর ম্যাচ করা সিলভার গয়না দেবচন্দ্রিমাকেও এই সাজে বেশ মানিয়েছে। রাতে জমকালো ব্লাউজ আর ভারি শাড়ি। খোঁপায় একটা ফুল থাল। কানে ঝুমকো। চোখ ফেরানো যাবে না।
5/6
দশমীর সাজ হবে স্নিগ্ধ। মা যাচ্ছেন। এদিন তাই হালকা রঙের শাড়ি। খোঁপায় উঠুক পদ্মফুল। বিকেলে সিঁদুরখেলা। ক্রিম রঙের শাড়ি পরা যায়। দেবচন্দ্রিমার মতো।