মিমির ভাইঝি থেকে করিশ্মা কাপুরের সঙ্গে অভিনয়, ১১ বছরের অয়ন্যাকে চেনেন?

বয়স মাত্র ১১। তাতে কী? এই বয়সেই ছোট পর্দা থেকে বড় পর্দা কাঁপাচ্ছেন অয়ন্যা চ্যাটার্জি। ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়াল দিয়ে অভিনয়ে পা রাখেন। তারপরই একেবারে বড় পর্দায় সুযোগ। Mimi Chakrabarty-র ভাইঝি হিসেবে কাজ করেন ‘মিনি’ ছবিতে। কাজ করেছেন ওয়েব সিরিজেও। করিশ্মা কাপুরের সঙ্গে। এখন কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন।




Leave a Reply

Back to top button