১) অন্তর্বাস নিয়ে অনেক মেয়েরই নানা ধরণের প্রশ্ন থাকে। যার সঠিক সমাধান বা হদিশ মেলেনা। আসুন জেনে নিই সেরম পাঁচ প্রশ্ন ও তার উত্তর।
২) অনেক সময়েই দেখা যায় অন্তর্বাসের সাইজ ঠিক না থাকায় অস্বস্তির সৃষ্টি হয়। তাই কেনাকাটা করার আগে অবশ্যই ব্র্যান্ড সাইজ ও কাপ সাইজ জেনে নেবেন।
৩) অন্তর্বাস কেনার সময় খেয়াল করে কিনবেন। ঘাম শুষে নিতে পারে বা ঘামে ছিঁড়ে যেতে পারে এমন ফ্যাব্রিক থেকে দূরে থাকুন।
২) খেয়াল রাখতে হবে জিমে যাওয়ার অন্তর্বাস ও রেগুলার লাইফের অন্তর্বাসের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আর তাই কেনার সময় এটি অবশ্যই খেয়াল রাখতে হবে।
৪) আঁটোসাঁটো অন্তর্বাস কিনবেন না। এতে শারীরিক ক্ষতি অবধারিত। এছাড়া অন্তর্বাসের রঙের পারলে জামাকাপড়ের সঙ্গে ম্যাচ করে কিনুন।
৫) আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে কাপড় বুঝে কিনবেন। সিন্থেটিক বা নন কটন ফ্যাব্রিক এড়িয়ে চলতে পারেন।
Follow us on
Back to top button