New Delhi: Police personnel outside Rajghat ahead of the G20 Summit, in New Delhi, Sunday, Sept. 3, 2023. (PTI Photo/Kamal Singh)(PTI09_03_2023_000214B)
একে একে আসছেন অতিথি অভ্যাগতরা। তাঁদের পোশাকআশাকেও ফ্যাশনের ছোঁয়া। বিশেষ করে মহিলা রাষ্ট্রনেতারা তো চমকে দিয়েছেন।
2/5
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাড়িই পরেন। এটাই তাঁর চিরাচরিত পোশাক। জি২০ সম্মেলনে গোলাপি রঙের ঢাকাই জামদানি পরে এসেছেন। সঙ্গে ফুল স্লিভ ব্লাউজ। হাতে সোনার বালা, গলায় মুক্তোর মালা। একেবারে বাঙালি সাজ।
3/5
ইতালির মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কথাই ধরা যাক। ঠিক যেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। জি২০ সম্মেলনে পরে এসেছেন নীল স্যুট। পায়ে কালো হিলস। তাঁর ফ্যাশন সেন্স মডেলদের থেকে কোনও অংশে কম নয়।
4/5
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সাজও চোখধাঁধানো। কালো প্যান্ট। সবুজ শেডের লম্বা জ্যাকেট। সঙ্গে কালো জুতো, গলায় সোনার চেন। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে লোকসঙ্গীত ও নাচের আয়োজন করা হয়েছিল। তা দেখে নিজেও পা মেলান শিল্পীদের সঙ্গে।