বাইডেন, সুনকদের মনোরঞ্জনে ‘ভারত বাদ্য দর্শনাম’, রাইসিনার নৈশভোজে বিশেষ আয়োজন
ভারতের শাস্ত্রীয় সঙ্গীত গোটা বিশ্বে সমাদৃত। সঙ্গে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র। সে সরোদ, সেতার, তবলা হোক কিংবা সারেঙ্গী, বাঁশি, এসরাজ, সানাই। জি২০ শীর্ষ সম্মেলনে ভারতে এসেছেন তামার বিশ্বের রাষ্ট্রনেতারা। তাঁদের সম্মানে রাইসিনা হিলসে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নৈশভোজের আসরে অতিথি অভ্যাগতদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। নাম ‘ভারত বাদ্য দর্শনাম’। শাস্ত্রীয় সংগীতের হাজার বছরের বিবর্তনের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংগীত ও বাদ্যযন্ত্রের ব্যবহার তুলে ধরা হবে। বাছাই করা হয়েছে ৭৮ জন কৃতী বাদ্যযন্ত্রীকে। সংগীত নাটক আকাদেমির চেয়ারম্যান ড. সন্ধ্যা পুরেচা এদিন জানিয়েছেন, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পর্ব মেনে বিলম্বিত, মধ্যলয় ও পরিশেষে দ্রুত লয়ে পরিবেশিত হবে এই ‘ভারত বাদ্য দর্শনম্’।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6