চলে গেলেন ‘হোক কলরব’ গানের স্রষ্টা, শোকের ছায়া সঙ্গীত জগতে

‘হোক কলরব’ মানেই যেন যাদবপুর। গান আর স্লোগান। এমনই ছবি তৈরি হয়ে গিয়েছে জনমানসে। আদতে এটা কিন্তু একটা গান। ‘হোক কলরব ফুলগুলো সব, লাল না হয়ে নীল হল ক্যান/ অসম্ভবে কখন কবে, মেঘের সাথে মিল হল ক্যান…’। স্রষ্টা বাংলাদেশের Rajib Ashraf। তবে অর্ণবের গায়কিতে জনপ্রিয় হয় এই গান। শুক্রবার সকালে মৃত্যু হল আশরফের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় মাত্র ৩৮-এই থেমে গেল জীবন।রাজীব আশরাফ ছোটবেলা থেকেই অ্যাজমাটিক সমস্যায় ভুগতেন। তাই সব সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতেন। বৃহস্পতিবার দুপুরের পর তাঁর শ্বাসকষ্ট বাড়ে। দুট হাসপাতাল ঘুরে শেষে রাত ১০টা নাগাদ ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । পরদিন সকালেই মৃত্যু রাজীবের। ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’ গানটি। তাঁর লেখা গান রয়েছে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও।




Leave a Reply

Back to top button