মানালি বললেন, ম্যাজিক কিনা জানি না। টিআরপি নিয়ে খুব একটা মাথা ঘামাই না। ভালো কাজ করা চাই’।
3/6
হিট সিরিয়ালের যাবতীয় কৃতিত্ব দিলেন লেখককে। তাঁর কথায়, রাইটারদের ধন্যবাদ জানাব আমি। চ্যানেল এবং তাঁরা যে আমার বেছে নেন এর জন্য আমি কৃতজ্ঞ। আমি প্রতিবার খুব ভালো স্ক্রিপ্ট পাই।
4/6
কিন্তু সিরিয়ালে যা টক্সিসিটি চলে তার বেলায়? সেগুলো খুব ভালো?
5/6
মানালি বলছেন, এটা বাস্তবে হয়। ফেসবুকে কমেন্টে এসেও অনেকে জানান যে তাঁদের জীবনের সঙ্গে মিল আছে। শ্বশুরবাড়িতে এসে অনেক মেয়েকেই অসুখী জীবন কাটাতে হয়।