ছবি: 'অজানা' কারণেই হারিয়ে গিয়েছিলেন বাংলার বহু খ্যাতনামা অভিনেত্রী
বিতস্থা সাহা: ২০১৭ সালে গরফায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এই বাঙালি অভিনেত্রীর মৃতদেহ। মাঝবয়সী এক ব্যাক্তির প্রেমে পড়ে প্রথমে ঘর ছাড়েন অভিনেত্রী। আর তারপরই এই ঘটনা উঠে আসে মানুষের সামনে।
1/6
আর্যা বন্দ্যোপাধ্যায়: ২০২০ সালে যোধপুর পার্কের বাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয় অভিনেত্রীর সংঞ্জাহীন দেহ। তারপর সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকের পাশাপাশি বলিউডেও কাজ করেছিলেন অভিনেত্রী।
2/6
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়: জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা-বধু’র মধ্যে দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০১৬ সালে হটাৎই মৃত্যু হয় অভিনেত্রীর। তাঁর মৃত্যু নিয়ে এখনও রয়ে গিয়েছে একাধিক জল্পনা।
3/6
পায়েল চক্রবর্তী: ২০১৮ সালে শিলিগুড়ির একটি হোটেল থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। বেলা গড়িয়ে গেলেও ঘর থেকে বেরোতে দেখা যায়নি তাকে। এই পরিস্থিতিতে পুলিশে খবর দেওয়া হয় হোটেল তরফে। পুলিশ এসে দরজা ভেঙে হোটেলের ঘর থেকে উদ্ধার করে অভিনেত্রীর মৃতদেহ।
4/6
পূজা আইচ: বিভিন্ন পার্শ্বচরিত্রে অভিনয় করতেন পূজা। ২০১৬ সালে হটাৎই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর।
5/6
দিশা গঙ্গোপাধ্যায়: ‘বউ কথা কও’-এর রঞ্জনা চরিত্রকে আজও ভুলতে পারেনি বাংলা ছোট পর্দার দর্শক। সেই চরিত্রেই নিখুঁত অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন দিশা। ২০১৫ সালে হটাৎই মৃত্যু হয় অভিনেত্রীর। ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে মৃতদেহ।