গ্রামের সাধাসিধে ‘গঙ্গারাম’ থেকে একেবারে ‘বক্সার’! অভিষেকের সিক্স প্যাক দেখে ফিদা ভক্তকুল

গ্রামের সাধাসিধে ‘গঙ্গারাম’ থেকে একেবারে ‘বক্সার’। ডেউ খেলানো পেশি বহুল শরীর। তার উপর আবার সিক্স প্যাক! ভুঁড়িওলা গায়ক থেকে এমন উত্তরণ নজর কেড়েছে দর্শকদের। হ্যাঁ ফুলকি সিরিয়ালের Abhishek Buse-এর কথাই হচ্ছে। চরিত্রের প্রয়োজনে শরীরের খোলনলচে বদলে ফেলেছেন তিনি। সম্প্রতি সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় অভিনেতার এমন ট্রান্সফরমেশন দেখে চোখ কপালে অনুরাগীদের। ছবি শেয়ার করে অভিষেক ক্যাপশনে লিখেছেন, ‘এটা সবে শুরু’।




Leave a Reply

Back to top button