ফিরহাদ থেকে নিশীথ হাজির গণেশ পুজোয়, বাম-ডান মিলিয়ে দিলেন গজানন
মেলালেন তিনি মেলালেন। গেরুয়া, জোড়াফুল সব পক্ষকে মিলিয়ে দিলেন গজানন। হ্যাঁ, গণেশ পুজোয় হাজির রাজ্যের তাবড় নেতারা। ফিরহাদ হাকিম থেকে শুরু করে নিশীথ প্রামাণিক। উদ্বোধন করলেন। অংশ নিলেন শোভাযাত্রায়।
Mumbai, India - September 23,2018: Thousands of devotees bid adieu to Lord Ganesha in Mumbai during Ganesh Visarjan which marks the end of the ten-day-long Ganesh Chaturthi festival.
মেলালেন তিনি মেলালেন। গেরুয়া, জোড়াফুল সব পক্ষকে মিলিয়ে দিলেন গজানন। হ্যাঁ, গণেশ পুজোয় হাজির রাজ্যের তাবড় নেতারা। ফিরহাদ হাকিম থেকে শুরু করে নিশীথ প্রামাণিক। উদ্বোধন করলেন। অংশ নিলেন শোভাযাত্রায়।
1/5
কলকাতার একাধিক প্যান্ডেলে গণেশ পুজোর উদ্বোধন করলেন ফিরহাদ। পরনে পাজামা পাঞ্জাবী। ঘুরলেন মণ্ডপে মণ্ডপে। সে সব ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তাঁকেও যৌথভাবে উদ্বোধন করতে দেখা যায়। ধূপকাঠি জ্বেলে বরণ করে নেন প্রতিমাকে।
4/5
গণেশ পুজো উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা করেন নিশীথ প্রামাণিক। হাজির ছিলেন ভেটাগুড়ির পুজোয়।