চন্দ্রযানের পর সমুদ্রযান, গভীর সমুদ্রের রহস্যভেদে নয়া মিশন, প্রকাশ্যে ফার্স্ট লুক
চন্দ্রযানের পর এবার সমুদ্রযান। সমুদ্রের অতল গভীরে কোন মণিমুক্তো লুকনো আছে? সেই রহস্যের সন্ধানেই পাড়ি দেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন মৎস্য-৬০০০। খুঁজে নিয়ে আসবে সমুদ্রের পেটের ভিতর থাকা খনিজ পদার্থ, মূল্যবান ধাতুর হদিশ। পাশাপাশি তুলবে জীববৈচিত্রের ছবিও। ২০২৪-এ বঙ্গোপসাগরে ট্রায়াল হবে সাবমেরিনের। এরপর ২০২৬-এ তিন জনকে নিয়ে সমুদ্রের ৬ হাজার মিটার গভীরে পাড়ি দেবে সমুদ্রযান। কেমন দেখতে মৎস্য-৬০০০? ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। নিজেও চেপে বসেছিলেন সাবমেরিনে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ভিডিও। প্রসঙ্গত, ৮০ মিমি পুরু টাইটেনিয়ামের পাত দিয়ে তৈরি হয়েছে মৎস্য-৬০০০। টানা ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে সক্ষম। অক্সিজেন সাপ্লাই পাওয়া যাবে ৯৬ ঘণ্টা পর্যন্ত।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6