বাংলায় কি কাজ পাচ্ছেন না? ঢাকায় পাড়ি ‘মহানায়িকা’ সায়ন্তিকার, জায়েদ খানের সঙ্গে শুটিং শুরু

সদ্য ‘মহানায়িকা’ সম্মান পেয়েছেন। কিন্তু হাতে কাজ কই! বাংলা ছবিতে প্রায় দেখাই যায় না Sayantika Banerjee কে। তাই ঢাকায় পাড়ি। কারণ যাই হোক, বাংলাদেশে একটি বাণিজ্যিক ছবিতে এবার দেখা যাবে তাঁকে। শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। নায়ক জায়েদ খান। পরিচালক রাজীব বিশ্বাস। ওপার বাংলার ছবিতে এটাই সায়ন্তিকার প্রথম কাজ। সায়ন্তিকা বললেন, ‘এখানে এসে খুবই আতিথেয়তা পাচ্ছি। বাংলাদেশের আতিথেয়তার কথা শুনেছি। এখন মেলাতে পারছি। মনে হচ্ছে ইলিশ খেয়ে খেয়ে মোটা হয়ে যাব’।




Leave a Reply

Back to top button