শাহরুখের ডিম্পলের মতো আবিরের গালের কাটা দাগ, ফিদা মহিলা ভক্তরা, স্বীকার করলেন সোহিনীও
শাহরুখের গালে যেমন ডিম্পল। আবিরের গালে কাটা দাগ। ফিদা ভক্তকূল। এমনিতেই Abir Chatterjee-র মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়। এবার সেই দলে নাম লেখালেন সোহিনী সরকারও। বাংলায় যতজন ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন তাঁদের মধ্যে আবিরই সেরা। এমনটাই বলেন তামাম দর্শককুল। অভিনেত্রী সোহিনী সরকারের একি মত। আবিরের সঙ্গে ব্যোমকেশে অভিনয় করেছেন সোহিনী। সত্যবতী চরিত্রে। সম্প্রতি বিদীপ্তা চক্রবর্তীর শোতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘আমার চারপাশে যতজন অভিনেতা রয়েছেন খালি চোখে দেখলে আবিরদা তাঁদের মধ্যে ব্যোমকেশ হিসেবে অন্যতম। তাঁর চেহারা এবং গালে কাটা দাগ এটা ওর প্লাস পয়েন্ট’।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6