হেলমেট ছাড়াই আগুনে পেসের সামনে লড়াই, ফিরে দেখা লিটল মাস্টারের ৫ অবিস্মরণীয় কীর্তি

সত্তরের দশক। সচীন তেন্ডুলকর তখনও ২২ গজে পা রাখেননি। সেই ভারতীয় ক্রিকেটে ফুল ফোটাচ্ছেন আরও এক মুম্বইকর। বেঁটেখাটো চেহারা, সুদর্শন। বাইশ গজে কখনও হেলমেট পরতে দেখা যায়নি তাঁকে। বড় জোর একটা স্কাল ক্যাপ। হোল্ডিং, মার্শালদের সামনে উইলো ব্যাটই তাঁর অস্ত্র। বিদেশের মাটিতে দাপিয়ে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। প্রথম ভারতীয় হিসেবে দশ হাজার রানের মালিকও তিনি। হ্যাঁ, Sunil Gavaskar –এর কথাই হচ্ছে।




Leave a Reply

Back to top button