১) হিন্দু মতে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন শুম্ভ, নিশুম্ভকে বদ করেছিলেন দেবী কৌশিকী। মা তারার আরেক নাম দেবী কৌশিকী।
২) এদিন মা তারার পুজো করলে জীবনে বাধা বিঘ্ন দূর হয়, মানুষ সুখে জীবনযাপন করতে পারেন।
৩) কৌশিকী অমাবস্যার দিন মায়ের আশীর্বাদ পেতে উপোস করুন। নচেৎ নিরামিষ খাওয়ার গ্রহণ করুন।
৪) এদিন মা তারার পায়ে রক্তজবা নিবেদন করুন।আপনার গৃহ অবশ্য পরিষ্কার রাখুন।
৫) কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এতে ঋণাত্মক শক্তি দূর হবে।
Follow us on
Back to top button