জন্মাষ্টমীতে মেতে উঠলেন সন্দীপ্তা-গীতশ্রীরা, ভক্তি ভরে করলেন গোপালের পুজো

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বন ৷ সারা বছর বাঙালি উৎসবে মেতে থাকতে ভালোবাসে ৷ ইতিমধ্যেই দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ মাঠে মাঠে এখন কাশফুলের মেলা ৷ আর এরই মাঝে এসে গেল জন্মাষ্টমী ৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের এই পূন্য় তিথিতে পুজো নিয়ে মেতে উঠেছে সকলেই ৷ ছোট্ট গোপালের পরিচর্যাতেই আজ মত্ত গোটা দেশ ৷ জন্মাষ্টমীর উৎসব শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই৷ টলিউডের সেলেবরাও শেয়ার করেছেন পুজোর বিভিন্ন ছবি৷




Leave a Reply

Back to top button