এসপ্ল্যানেড বাস টার্মিনাল থেকে সকাল ৮টায় ছাড়বে বাস। মিলবে স্ন্যাক্স এবং চা-কফি এবং দুপুরে খাবার।
2/5
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ-সহ একগুচ্ছ বনেদি বাড়ির পুজোয় নিয়ে যাবে এই বাস।
3/5
সপ্তমী এবং নবমীতে আরেকটি বাস ছাড়বে। বারাসত কলোনি মোড়, ডানলপ মোড় এবং ব্যারাকপুর থেকে এই বাস ছাড়বে। ভাড়া মাথাপিছু ৪৫০ টাকা। সকাল ৯টা ১৫ মিনিটে এই বাস ছাড়বে।
4/5
অষ্টমীর দিন এসপ্ল্যানেড থেকে ভোর ৫টায় এবং বারাসত থেকে ভোর ৪টে ১৫তে বাস ছাড়বে। এই বাস পরিষেবায় কামারপুর জয়রামবাটি পুজো দর্শন কারনো হবে। জনপ্রতি ভাড়া এসপ্ল্যানেড থেকে ৬০০ টাকা এবং বারাসাত থেকে ৭০০ টাকা। বাসে স্ন্যাক্স এবং চা-কফি দেওয়া হবে।