Horoscope Today: আজকের রাশিফল ১২ই সেপ্টেম্বর, মহাদেবের আশীর্বাদে এই জাতকদের জীবনে আসতে চলেছে বড় সুযোগ

মন্টি শীল, কলকাতা: আজ সোমবার, হিন্দু ধর্ম অনুযায়ী এদিন দেবাদিদেব মহাদেব বিশেষ ভাবে পূজিত হন। তাই এমন একটা গুরুত্বপূর্ণ দিন শুরু করার আগে জানতে চান কেমন কাঁটতে চলেছে আজকের সারাদিন? কোন জাতকের জীবনে আসতে চলেছে দু’হাত ভরা সফলতা, আর কোন জাতকের জীবনে বিরাজ করবে শুধুই হতাশা? কার দাম্পত্য জীবনে আসবে আমূল পরিবর্তন, কোন জাতকের কর্মজীবন হতে চলেছে সফলতায় পরিপূর্ণ? এই সমস্ত বিষয় নিয়ে আরও বিশদে জানতে হলে আজ ১২ই সেপ্টেম্বর ( ২৪শে ভাদ্র ) ২০২২, এক নজরে দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

• মেষ রাশি
আজ এই মেষ রাশি অন্তর্গত জাতকদের ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। ভাল কাজের দরুন সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন। অহেতুক কারোও প্রতি উদারতা না দেখানোই শ্রেয়। নিকট বন্ধুর কাছ থেকে প্রতারিত হতে পারেন। ছোট খাটো বিষয় নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধি বিবেচনার সঙ্গে কথা বলাই সমীচীন, বিপদের আশঙ্কা রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে। প্রিয় মানুষের সঙ্গে এক সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন।

12c12

• মিথুন রাশি
আজ এই মিথুন রাশি অন্তর্গত জাতকরা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। নিকট বন্ধুর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে উন্নতির ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের দরুন বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।

• সিংহ রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকরা কাজের প্রতি দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। সংসারে আগত তৃতীয় ব্যক্তির কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আচমকা আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অর্থ সংকট দেখা দিতে পারে। বিনিয়োগী ব্যবসায়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

12c13

• তুলা রাশি
আজ এই রাশি অন্তর্ভুক্ত জাতকরা ব্যবসায়ে জটিলতার সম্মুখীন হতে পারেন। প্রেমে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। যুক্তিপূর্ণ আলোচনায় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে বিপাকে পড়তে পারেন। কর্মক্ষেত্রে অপরের দায়িত্ব পালন করতে গিয়ে বিপাকে পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। প্রেমে এক নতুন মোড় আসতে চলেছে।

• ধনু রাশি
আজ এই ধনু রাশি অন্তর্গত জাতকরা ব্যবসায়ে বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট খাটো বিষয় নিয়ে নিকট বন্ধুর সঙ্গে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে কলহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজ বুদ্ধির জোরে বিনিয়োগী ব্যবসায়ে লাভবান হবেন। মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন বিপদের আশঙ্কা রয়েছে। নতুন গৃহ নির্মাণ পরিকল্পনা সফল হতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

• কুম্ভ রাশি
আজ এই কুম্ভ রাশি অন্তর্গত জাতকরা চিকিৎসা খাতে অর্থ ব্যয় নিয়ে চিন্তিত থাকবেন। ছোট খাটো বিষয় নিয়ে নিকট বন্ধুর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। প্রবাসী বন্ধুর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে হওয়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয়। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে।




Back to top button