Horoscope Today: গণেশের পুজোতেই আসবে শান্তি, কেমন কাটবে আপনার আজকের সারাদিন? দেখে নিন রাশিফল

মন্টি শীল, কলকাতা: আজ মঙ্গলবার, হিন্দু ধর্ম অনুসারে এদিন গনেশ দেবতা বিশেষ ভাবে পূজিত হন। তাই এমন একটা দিন শুরু করার আগে জানতে চান কেমন কাঁটতে চলেছে আজকের গোটা দিন? কোন জাতকের জীবনে আসতে চলেছে রাশি রাশি সফলতা, আর কোন জাতকের জীবনে বিরাজ করবে শুধুই হতাশা? কার কর্মজীবনে আসবে আমূল পরিবর্তন, কোন জাতকের দাম্পত্য জীবন হতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর? এই সমস্ত বিষয় নিয়ে আরও বিশদে জানতে হলে আজ ২৩শে আগস্ট ( ৬ই ভাদ্র ) ২০২২, এক নজরে দেখে নিন আজকের রাশিফল ( Horoscope Today )।

• বৃষ রাশি 
আজ এই বৃষ রাশি অন্তর্গত জাতকরা নিকট বন্ধুর কাছ থেকে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ে সফলতা নিয়ে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনও মহিলা সহকর্মীর সঙ্গে এক নতুন বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের শুভ সূচনা হতে পারে। কর্মক্ষেত্রে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে হবে, ক্ষতির সম্ভাবনা রয়েছে। উচ্চতর শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে। চাকুরিজীবীদের জন্য এক দারুণ সুযোগ আসতে পারে। ঋণ থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে।

23c12

• কর্কট রাশি 
আজ এই কর্কট রাশি অন্তর্গত জাতকরা ছোট খাটো বিষয় নিয়ে আবেগপ্রবণ হয়ে পরতে পারেন। কর্মক্ষেত্রে বিবাদের যোগ রয়েছে। অনেকদিনের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায়ে সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধরে রাখা আবশ্যিক। প্রেমের দরুন বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে। ধর্ম সংক্রান্ত বিষয়ে মনোনিবেশ করতে পারেন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন।

• কন্যা রাশি 
আজ এই রাশি অন্তর্গত জাতকরা আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। কোনও ভুল কাজের দরুন সন্তানের সঙ্গে বিবাদে লিপ্ত হবেন। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। মাত্রাতিরিক্ত আবেগের দরুন কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তির দরুন অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভাল কাজের দরুন সমাজে প্রসংশিত হওয়ার যোগ রয়েছে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি করার সুযোগ আসতে পারে।

23c13

• বৃশ্চিক রাশি
আজ এই রাশি অন্তর্ভুক্ত জাতকরা কর্মক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করতে সমর্থ হবেন। সন্তাননের ভবিষ্যৎ নিয়ে মানসিক উদ্বেগ বজায় থাকবে। বিলাসিতার দরুন ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ভাল ব্যবহারের দরুন সকলকে মুগ্ধ করতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে স্ত্রী’র সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে নিকট আত্মীয়র সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে।

• মকর রাশি 
আজ এই মকর রাশি অন্তর্গত জাতকরা মাত্রাতিরিক্ত ক্ষোভের দরুন বিপদের সম্মুখীন হতে পারেন। উচ্চতর শিক্ষার পরিকল্পনা সফল হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাতৃদ্বয়ের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয়। স্ত্রী’র তৎপরতায় সম্মান অর্জন করতে সমর্থ হবেন। ব্যবসায়ে মধ্যমবর্গিয় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের দরুন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
• মীন রাশি 
আজ এই মীন রাশি অন্তর্গত জাতকরা মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করবেন। স্ত্রী’র তৎপরতায় ভাল কাজের সুযোগ আসতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। অনেক দিনের গৃহ নির্মাণ পরিকল্পনা বাঁধা প্রাপ্ত হতে পারে। সপরিবারে ভ্রমণ পরিকল্পনা হতে পারে। সংসারে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, দূরত্ব বজায় রাখা সমীচীন।




Back to top button