Horoscope Today: EMI-এর চাপে রাতে ঘুম উড়েছে? সূর্যদেবের আশীর্বাদে এই রাশির জাতকদের ঘুরবে ভাগ্যের চাকা

মন্টি শীল, কলকাতা: হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই মাসকে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, এই শ্রাবণ মাসে কর্কট রাশিতে বিরাজ করেন সূর্য, যার দরুন বিশেষ কিছু রাশির অন্তর্গত জাতকরা সূর্যদেবের আশীর্বাদ লাভ করে থাকেন। তাই একনজরে দেখে নিন এই শ্রাবণ মাসে সূর্যে দেবের গোচরে কোন জাতকরা পেতে চলেছেন সূর্যদেবের বিশেষ আশীর্বাদ।

• বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতকদের জীবন থেকে আর্থিক সংকট দুর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো কাজের দরুন কর্মক্ষেত্রে প্রসংশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে থাকা বিবাদ সৃষ্টি হলেও তা মিটে গিয়ে আসতে পারে সুখ স্বাচ্ছন্দ্য। পরিবারের সদস্যদের সঙ্গে এক সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনে সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে।

• মিথুন রাশি
শাস্ত্র অনুযায়ী, সূর্যদেবের গোচরে এই শ্রাবণ মাসে মিথুন রাশি অন্তর্গত জাতকদের জীবনে দেখা দিতে পারে আমূল পরিবর্তন। বিনিয়োগী ব্যবসায়ে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি এবং ব্যবসায়ে দুই ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অর্থ ব্যয় হলেও সঞ্চয়ে তেমন কোনও প্রভাব পড়বে না। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।

26c13

• কন্যা রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই শ্রাবণ মাস কন্যা রাশি অন্তর্গত জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে আর্থিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যয় হলেও সঞ্চয়ে তেমন কোন ঘাটতি দেখা যাবে না। সামাজিক ক্ষেত্রে সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য জীবনে কলহ দেখা দিলেও খুব শীঘ্রই তা মিটে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থকর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

• তুলা রাশি
শাস্ত্র অনুসারে, এই তুলা রাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি এবং শ্রাবণ মাস এই রাশি অন্তর্গত জাতকদের জন্য বিশেষ তাৎপর্যবাহী। বলা হয়েছে, এই মাসে তুলা রাশি অন্তর্গত জাতকদের জীবনে শীঘ্রই সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ভালো কাজের দরুন সামাজিক ক্ষেত্রে প্রসংশিত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। চাকরি প্রার্থীদের জন্য শীঘ্রই শুভ যোগ অপেক্ষা করছে।

26c12

• মীন রাশি
জ্যোতিষশাস্ত্র মতে, মীন রাশি এক অন্যতম গুরুত্বপূর্ণ রাশি। বলা হয়েছে, সূর্য দেবের গোচরে খুব শীঘ্রই এই জাতকদের জীবনে আসতে চলেছে সুখের বাতাবরণ। শীঘ্রই এই জাতকদের দাম্পত্য জীবনে ফিরে আসতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্য। মনের মানুষটির সঙ্গে এক সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত এবং দৃঢ় হবে। ধর্মীয় কাজে মানসিক শান্তি লাভ করবেন। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে।




Back to top button