Horoscope Today: এই রাশির জাতকের সঙ্গে ডেট করছেন? সাবধানতা অবলম্বন না করলে সামনেই গুরুত্বর বিপদ

মন্টি শীল, কলকাতা: কথিত আছে, জন্ম গ্রহণের পূর্বেই একজন জাতকের জীবনসঙ্গী কে হতে চলেছে তা নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু এই প্রবাদ বাক্যটিকে অনেকে সত্যি হিসেবে বিবেচনা করলেও, নিজের মনের মানুষের সঙ্গে সম্পর্কের সূচনা করার আগে যাচাই করে নেন। জ্যোতিষশাস্ত্রের মতানুসারে বলা হয়েছে, এমন বিশেষ কিছু রাশি রয়েছে যাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা থেকে বিরত থাকা উচিত। একনজরে দেখে নিন সেই রাশিগুলিকে।
• মেষ রাশি
শাস্ত্রে মতে, এই রাশি অন্তর্গত জাতকদের সঙ্গে মীন রাশির জাতকদের সম্পর্ক তৈরি করা কখনোই উচিত নয়। কারণ মেষ রাশি ভীষণ পরিমাণ বাস্তববাদী এবং মীন রাশির জাতকরা ভীষণ আবেগপ্রবণ মানসিকতা সম্পন্ন হন।
• বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশি অন্তর্গত জাতকদের মিথুন রাশির সঙ্গে দূরত্ব বজায় রাখাটাই সমীচীন। কারণ মিথুন রাশির জাতকরা ভীষণ স্বাধীনচেতা মানুষ হন।
• মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে, মিথুন রাশি অন্তর্গত জাতকদের কন্যা রাশির জাতকদের এড়িয়ে চলাই শ্রেয়। কারণ কন্যা রাশির জাতকরা অত্যন্ত নিঁখুত হন। আর তাই এই জাতকের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
• কর্কট রাশি
কর্কট রাশি অন্তর্গত জাতকদের মকর রাশি অন্তর্ভুক্ত জাতকদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। মকর রাশির জাতকরা আবেগপ্রবণ হয় না।
• সিংহ রাশি
এই সিংহ রাশি অন্তর্গত জাতকরা ভীষণ ভাবে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হন। এরা ভীষন ভাবে উচ্চাকাঙ্ক্ষিত হন। যার দরুন এদের তুলা রাশি অন্তর্গত জাতকদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। কারণ তুলা রাশি অন্তর্গত জাতকরা ভীষণ শান্ত প্রকৃতির হয়ে থাকেন
• কন্যা রাশি
জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে, এই রাশি অন্তর্গত জাতকরা তাদের ঘরকে ভীষণ ভাবে ভালোবাসেন। আর অপরদিকে ধনু রাশির জাতকরা ভীষণ চ্যালেঞ্জিং হন। ফলে এই দুই রাশির মধ্যে কখনোই মিলন ঘটে না।
• তুলা রাশি
শাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতকরা বিপদের সম্মুখীন হতে পছন্দ করেন। কিন্তু তাঁর এক পা এগিয়ে রয়েছে কর্কট রাশি। আর এই কারণে এই দুই রাশির মধ্যে সম্পর্ক কখনওই চিরস্থায়ী হয় না।
• বৃশ্চিক রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশি অন্তর্গত জাতকদের সিংহ রাশির থেকে দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এদের দুজনেরই কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাস সমান। তাই এদের দুজনের মধ্যে কখনোই মিল খুঁজে পাওয়া যায় না।
• ধনু রাশি
শাস্ত্র অনুযায়ী, ধনু রাশি জাতকদের বৃষ রাশি থেকে সম্পর্কে না জড়ানোটাই সমীচীন। কারণ এই দুই রাশির চালচলন একেবারে ভিন্ন। যার দরুন এদের সম্পর্ক বেশিদিন স্থায়ী করেনা।
• মীন রাশি
শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, মীন রাশির জাতকদের কুম্ভ রাশির জাতকদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এরা দুজনেই ভীষণ আবেগপ্রবণ। আর দুজনেই যদি আবেগপ্রবণ হয়ে ওঠেন তবে জীবনে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এদের মিলন কখনওই সম্ভবপর হয় না।