Virat Kohli’s Restaurant: ব্যাটে হাত দেননি এক মাস, ক্রিকেট ছেড়ে তবে ব্যবসায় মন বিরাটের? কিনেছেন জমিও

জয়িতা চৌধুরি,কলকাতাঃ ক্রিকেট কেরিয়ার রীতিমত টালমাটাল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ( Virat Kohli )। তবে কোনো মতেই হেরে যাওয়ার পাত্র নন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘১০ বছরের মধ্যে প্রথমবার আমি এক মাস ব্যাট স্পর্শ করিনি। আমি বুঝতে পেরেছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন আমাকে বিরতি নিতে বলেছিল।’
তবে সুত্রের খবর, ভারতের প্রাক্তন অধিনায়ক নাকি হাজারো সমালচনা উপেক্ষা করে এবার মনোনিবেশ করেছেন রেস্তরার ব্যবসায়। আর তাই নাকি কিশোর কুমারের ( Kishore Kumar ) বাংলোর একটা অংশ লিজ নিতে চলেছেন তিনি। কিংবদন্তি গায়ক পুত্র অমিত কুমারও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বাবার জুহু বাংলোর প্রাঙ্গনের একটি বড় অংশ লিজে নিয়েছেন ক্রিকেটার। আর আপাতত জোর কদমে প্রস্তুতি চলছে তার। পরিকল্পনা রয়েছে ল্যাভিশ একটি রেস্তরাঁয় পরিণত করা হবে এটি। যদিও কাজ প্রায় শেষের দিকে। অক্টোবররে শেষ থেকেই চালু হতে পারে রেস্তরাঁটি।

virat kohli 1

সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, লীনা চন্দ্রভারকরের ছেলে সুমিত কয়েক মাস আগে বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন। দুজনে মিলে আলোচনার পর সিদ্ধান্ত নেয় তাঁরা রেস্তরাঁ চালু করবেন। অমিত কুমার জানিয়েছেন, এই জায়গাটি বিরাট কোহলিকে ৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। বিরাটের আপাতত দিল্লীতে দুটি ও কলকাতায় একটি। ২০১৭ সালে তিনি দিল্লির আরকে পুরমে রেস্তোরাঁ নুয়েভা শুরু করেন। এছাড়াও দিল্লি ও কলকাতায় রয়েছে One8commune। কিশোর কুমারের বাংলোর রেস্তোরাঁটিকে এখন ক্রিকেটের অলরাউন্ডার কোন থিমে সাজাবেন তা নিয়ে এখনো বিশদে তথ্য পাওয়া যায়নি। ] তবে এত সব তোরজোড়ের মাঝেই বিরাট সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘ আমার এটা শিকার করতে কোনও লজ্জা নেই যে মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলি না। কারণ আমর ইতস্তত বোধ করি। আমরা মানিসকভাবে দুর্বল সেটা কাউকে জানাতে চাই না। নিজেকে শক্তিশালী হিসাবে তুলে ধরবার মিথ্যা চেষ্টার থেকে নিজেকে দুর্বল দেখানোটাই শ্রেয় বলে আমার মনে হয়’।




Back to top button