আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
1/10
উপাচার্য নিয়োগ এবং প্রশাসনিক বিষয়ে নিয়ন্ত্রণ। এই দুই বিষয়ে সক্রিয় রাজ্যপাল। সংঘাত বাড়ছে রাজ্যের সঙ্গে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ২২ বিশ্ববিদ্যালয়ে চলবে বিক্ষোভ কর্মসূচী।
2/10
বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে গতকালের ম্যাচ। আজ ফের ভারত-পাক মহারণ। রিজার্ভ ডে রাখাই ছিল। আজ খেলা হবে পুরো ৫০ ওভার। ভারত ২ উইকেটে ১৪৭ রানের পর থেকে পুনরায় ব্যাট করতে নামবে।
3/10
প্রায়ই বিদ্যুৎ থাকে না। ঠিকাদারের বিল না মেটানোয় বন্ধ জেনারেটর। সন্ধ্যা হলেই অন্ধকার বলরামপুর ব্লক হাসপাতাল। এমনই অভিযোগ স্থানীয় বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতোর। তাঁর দাবি, ‘মোবাইলের আলো জ্বালিয়ে চিকিৎসা করতে হচ্ছে প্রসূতিদের। অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসবও হচ্ছে এ ভাবে’। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
4/10
১৪ দিনের জেল হেফাজত প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর। গ্রেফতারির পর শনিবার মধ্যরাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। রবিবার সকালে তাঁক বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালতে পেশ করা হয়। বিচারপতি তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
5/10
‘সাহস থাকে তো নতুন সংসদ ভবনে ‘জওয়ান’ দেখান। ঠিক যেমনটা বিজেপি সাংসদ সানি দেওলের ‘গদর ২’ দেখিয়েছিলেন’। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সিনেমার সংলাপে অনেকেই যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ খুঁজে পেয়েছেন, ঠিক তখনই কংগ্রেস নেতার এহেন মন্তব্য।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এই আবহে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। মৃণাল সেনের শতবর্ষ স্মরণে স্কটিশ চার্চ কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে নেতা-অভিনেতা মিঠুন বলেন, ‘সমাজের শিরদাঁড়া ভাঙতে হবে প্রথমে শিক্ষাটা ভাঙতে হয়’।
8/10
তিনি হিন্দুদের বই পড়েছেন। তাই জানেন, বিজেপি আরএসএসের মধ্যে হিন্দুত্বের লেশমাত্র নেই। প্যারিসে বসে এমনই বললেন রাহুল গান্ধী। প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় রাহুল বলেন, ‘আমি গীতা পড়েছি, আমি উপনিষদ পড়েছি। আমি হিন্দু (ধর্মের) অনেক বই পড়েছি। বিজেপি যা করে, সেটার মধ্যে কোনও হিন্দুত্বের বিষয় নেই। সেটার মধ্যে ছিঁটেফোটাও হিন্দুত্ব নেই – কিচ্ছু নেই।’
9/10
২০ বছরের এক তরুণকে প্রকাশ্য রাস্তায় ঘিরে ধরে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। দিল্লির সঙ্গমবিহারের ঘটনা। পথচলতি লোকজনদের সামনেই যুবককে কোপানো হয়। কিন্তু কেউ ফিরেও তাকায়নি। অবলীলায় হেঁটে গেলেন পথচারীরা। গল্প করলেন, মোবাইল ঘাঁটলেন।