বিদ্যুৎ বিভ্রাটে জেরবার রাজ্যবাসী। ভ্যাপসা গরমে নাজেহাল। সামনে পুজো। তখন এভাবে বিদ্যুৎ যাবে না তো! জমজমাট পুজোর আনন্দে বিদ্যুৎ বিভ্রাট যাতে কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায় তার প্রস্তুতি শুরু হয়ে গেল প্রশাসনিক স্তরে। চালু হল ইমার্জেন্সি হেল্পলাইন। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চালু থাকা কন্ট্রোলরুমের নম্বরগুলি হল – 9800793503 ও 9800793504।
1/10
আজ ভাদ্র মাসের অমাবস্যা তিথি। দেবী কালিকার কোশিকা থেকে উৎপত্তি হয়েছিল দেবী কৌশিকীর, তার নামানুসারেই এই অমাবস্যা তিথির নাম কৌশিকী অমাবস্যা। তারাপীঠে দেবী তারার আবির্ভাব দিবস। ১৪ সেপ্টেম্বর ভোর ৪ টে ৪৮ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে, এই অমাবস্যা তিথি শেষ হবে ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা ৯ মিনিটে। এই দিন দিবারাত্রই থাকবে অমাবস্যা তিথি।
2/10
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘের বাচ্চা’ বললেন ফিরহাদ হাকিম। ‘তৃণমূল এভারেস্ট পাহাড়ের মতো। নোংরা টোংরা যা পড়বে তা সরিয়ে সাদা হয়ে থাকবে। কারণ তৃণমূলের উপর যিনি বসে আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়’। বলেন ফিরহাদ।
3/10
আজ মাদ্রিদে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। লন্ডন থেকে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। থাকবেন তিন প্রধানের কর্তারা। এই বৈঠক দিয়েই আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে মমতার সফর।
4/10
সকাল থেকে মুখ ভার আকাশের। দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সব জেলাতেই আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
5/10
গাঁদা ফুলের বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ঢাকা পড়ে গেল প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ অত্যাধুনিক গাড়ি। মাত্র দিন তিনেক আগে শেষ হয়েছে জি-২০ সম্মেলন। এবার ভারতের সভাপতিত্ব যা ‘মানুষের সম্মেলনে’র চেহারা নিয়েছিল। সফলভাবে সেই রাজকীয় যজ্ঞ শেষ করে বুধবার রাত ৮টা নাগাদ দিল্লির বিজেপি সদর দপ্তরে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সেই ভূমিকাকেই এদিন কুর্নিশ জানাল বিজেপির নেতৃত্ব।
6/10
১৮ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। বুধবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় দুটি করে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এর মধ্যে অন্যতম হল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল। এই বিলটি ছাড়াও অ্যাডভোকেটস (সংশোধনী) বিল, ২০২৩, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিকালস বিল, ২০২৩ এবং পোস্ট অফিস বিল, ২০২৩ পেশ করা হবে।
7/10
আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস। কেরলে বাড়ল নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বুধবার এক স্বাস্থ্য়কর্মীও আক্রান্ত হলেন এই ভাইরাসে। জানা গিয়েছে, ২৪ বছরের ওই স্বাস্থ্যকর্মী আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হন। বুধবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এই নিয়ে কেরলে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫-এ।
8/10
ছোটবেলায় বাবার মৃত্যু। ইচ্ছা থাকলেও পড়াশোনা করা সম্ভব হয়নি। এবার সুযোগ পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বয়স যে শিক্ষার ক্ষেত্রে কোনও বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন তিনি। রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে দিলেন পরীক্ষা।
9/10
ভেঙে ফলা হল পঁচিশ বছরের পুরনো তৃণমূলের দলীয় কার্যালয়। হাইকোর্টের নির্দেশে ভাঙা হয়েছে কার্যালয়টি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নন্দরামপুরের ঘটনা। বিবেকানন্দ মাইতি নামে নন্দরামপুরেরই এক বাসিন্দা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাড়ির পাশেই তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। আর ওই জায়গা পিডব্লিউডি-র। তাই সেখানে পার্টি অফিস থাকা বেআইনি।