শুক্রবার সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শহরে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বিশেষ করে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে, উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনায়, হাওড়ায় ও হুগলিতে সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1/10
সেনা-জঙ্গি সংঘাতে আহত দুই সেনা জওয়ান। নিখোঁজ আরও এক। বুধবার জঙ্গিদের গুলিতে দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তার মৃত্যুর পর বৃহস্পতিবার ফের তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। গভীর রাত পর্যন্ত চলে তুমুল সংঘর্ষ। তখনই জঙ্গিদের চালানো গুলিতে দুই জওয়ান আহত হন বলে সেনা সূত্রে খবর। পাশাপাশি খোঁজ পাওয়া যাচ্ছে না আরও এক জওয়ানের।
2/10
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে ৩ কোটি ২৪ লাখ টাকা উধাও। পড়ুয়াদের পরীক্ষার ফি বাবদ রাখা হয়েছিল এই টাকা। অভিযোগের তির মূলত প্রাক্তন উপাচার্য, রেজিস্ট্রার, ও ফিনান্স অফিসারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের তরফে বুদ্ধদেব চক্রবর্তী যেমন সরাসরি বলেই দিচ্ছেন, ‘বিশ্ববিদ্যালয়ের টাকা লুঠ হচ্ছে’।
3/10
কেন্দ্রীয় প্রকল্পে ১০ কোটি টাকা ভর্তুকি আদায়ের অভিযোগে বিদ্ধ হিমন্ত বিশ্ব শর্মা। এবার এই বিষয়ে মুখ খুললেন তিনি। দাবি করলেন, যদি সত্যিই তাঁর স্ত্রী এরকম কিছু করে থাকেন, তবে সেজন্য তিনি যে কোনও শাস্তি মাথা পেতে নিতে ইচ্ছুক। এমনকী, অবসরও নিয়ে নিতে পারেন।
4/10
বেশ কিছু টিভি চ্যানেল ও বিশেষ করে তাদের কয়েক জন নিউজ অ্যাঙ্করের শো বয়কট করল ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের অভিযোগ, এই সব সাংবাদিকরা পক্ষপাতদুষ্ট। এঁরা টিভি চ্যানেলে বসছে বিজেপির ন্যারেটিভ প্রচারের জন্য। এঁরা হলেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী , ভারত চব্বিশের রুবিকা লিয়াকত, ইন্ডিয়া টুডে-আজ তকের সুধীর চৌধুরী এবং টাইমস নাওয়ের গ্রুপ এডিটর নবিকা কুমার। ইন্ডিয়া টুডে-আজ তক গ্রুপের চিত্রা ত্রিপাঠি, গৌরব সাওয়ান্ত, শিব অরুর, নিউজ-১৮ গ্রুপের অমিশ দেবগন, আমন চোপড়া ও আনন্দ নরসিংহ, টাইমস নাওয়ের সুশান্ত সিনহা, ইন্ডিয়া টিভির প্রাচী দেশাই, ভারত এক্সপ্রেসের অদিতি ত্যাগী এবং ডিডি নিউজের অশোক শ্রীবাস্তব।
5/10
সনাতন ধর্ম নিয়ে মন্তব্য বিতর্কে শেষমেশ মুখ খুললেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোট সনাতন পরম্পরাকে ধ্বংস করতে চায়। স্বামী বিবেকানন্দ থেকে লোকমান্য তিলকের প্রসঙ্গ উত্থাপন করেন। মোদী বলেন, ‘বিরোধীরা মিলে মিশে সনাতনকে খণ্ড করতে চান।’ তিনি ‘সতর্ক থাকা’ নিয়েও দেন বার্তা। তিনি বলেন, সংঘবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।
6/10
গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের এক মিছিলকে কেন্দ্র করে ভয়ঙ্কর হিংসা ছড়িয়ে পড়েছিল মেওয়াতের নুহ এলাকায়। সেই হিংসার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হল কংগ্রেস বিধায়ক মাম্মান খানকে।গত মঙ্গলবার আদালতে গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে আবেদন করেছিলেন কংগ্রেস বিধায়ক। তিনি দাবি করেছিলেন, তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। হিংসা শুরু হওয়ার দিন তিনি নূহতে ছিলেন না।
7/10
চন্দ্রবাবুর পাশে দাঁড়ালেন দক্ষিণী মহাতারকা রজনীকান্ত। আসলে থালাইভার দীর্ঘদিনের বন্ধু চন্দ্রবাবু এখন দুর্নীতির অভিযোগে জেলে। এই দুঃসময়ে বন্ধুর ছেলেকে ফোন করে তিনি খবর নিলেন চন্দ্রবাবুর। সেই সঙ্গে আশ্বাস দিলেন, তাঁর বিশ্বাস সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণ করবেনই বন্ধু।
8/10
ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে কেলেঙ্কারির জাল। পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন বলিউড তারকা গোবিন্দা। ভারত জুড়ে ১,০০০ কোটি টাকার অনলাইন পঞ্জি কেলেঙ্কারি তদন্তের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। বিজ্ঞাপনী ভিডিয়োয় অংশ নিয়েই বিপত্তি।
9/10
মেসি-রোনাল্ডোরা এককালে দাপিয়েছিলেন লা লিগায়। বাংলার ফুটবলপ্রেমীদের সঙ্গে তাই ‘লা লিগা’ নামটা অতি পরিচিত। সেই লা লিগার সঙ্গেই মউ স্বাক্ষরিত হল পশ্চিমবঙ্গ সরকারের। সম্প্রতি মাদ্রির সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সফরকালেই লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তাভেজ মেদ্রানোর সঙ্গে বৈঠক হয়। চুক্তি হয় সেখানেই।