২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৫৯ রানে অলআউট ভারত। নিয়মরক্ষার ম্যাচে ৬ রানে জিতল বাংলাদেশ। কাজে এল না শুভমন গিলের অনবদ্য শতরান। বাংলাদেশের বিরুদ্ধে দলে একসঙ্গে ৫ পরিবর্তন করার মাশুল দিতে হল কিনা ভারতকে সেই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
1/10
স্টিল প্ল্যান্ট! বাংলায় স্টিল প্ল্যান্ট করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুদূর রিয়াল মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই ঘোষণা করলেন মহারাজ। কোথায়? পশ্চিম মেদিনীপুরে। সৌরভ জানিয়েছেন, প্রাথমিক ভাবে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। অনেক দিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। তার পরে ছাড়পত্র পাওয়া গিয়েছে। নির্মাণের কাজও শুরু হয়ে যাবে।
2/10
আজ স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সরকারি কর্মসূচি নেই। তবে যাচ্ছেন সান্তিয়াগো বার্নাবিউতে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ও ফুটবল পরিকাঠামো দেখতে যাবেন তিনি। সঙ্গে যাবেন দাদা, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
3/10
ডেঙ্গিতে প্রাণ হারালেন দেবদ্যুতি চট্টোপাধ্যায়। ঢাকুরিয়ার শহিদ নগরের বাসিন্দা। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাস ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসক ছিলেন। দিনকয়েক আগে জ্বর হয় ওই চিকিৎসকের। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ডেঙ্গু আক্রান্ত তিনি।১২ সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি।
4/10
প্রতিযোগীরা মেঝেতে মাদুর পেতে শুয়ে আছেন। আগস্ট মাস থেকে। এভাবেই শুয়ে থাকতে হবে। কে কতদিন পারবেন? মোবাইল ঘাঁটা বা বই পড়ার অনুমতিও রয়েছে। শুয়ে শুয়ে খাবার-দাবার খেতেও সমস্যা নেই। চাইলে ঘুমিয়েও নিতে পারবেন। কিন্তু দাঁড়ানো কিংবা বসা? নৈব নৈব চ। ডিসকোয়ালিফাই। ‘বিশ্বকুঁড়ে’ প্রতিযোগিতা চলছে মন্টেনেগ্রোতে। জিতলেই ৮৮ হাজার টাকা পুরস্কার।
5/10
৪৫০ টাকাতেই রান্নার গ্যাস। শিবরাজ সিং চৌহানের সরকারের তরফে এবার রান্নার গ্যাস সিলিন্ডারে বিশেষ ভর্তুকি দেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ফলে চলতি মাস থেকেই ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবে মধ্যপ্রদেশের বাসিন্দারা।
6/10
উদয়নিধি-বিতর্ক থিতু হওয়ার আগেই ফের বোমা ফাটালেন বিহারের শিক্ষামন্ত্রী। রামচরিতমানসকে তুলনা করলেন পটাশিয়াম সায়ানাইডের সঙ্গে। তিনি বলেন, ‘যদি ৫৫ রকমের খাবারের ডিশ সাজিয়ে তার মধ্যে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে দেন, তাহলে কি খাবেন? হিন্দু ধর্মেরও একই বক্তব্য’। হিন্দুবিদ্বেষ কী বাড়ছে?
7/10
রাত পোহালেই রান্না পুজো। মরসুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতাকে নিবেদন করা হয়। রান্নাপুজো আসলে গৃহদেবতা ও উনুনের পুজো। আলু, কুমড়ো, কলা, পটল, নারকেল, বেগুন, ভাজা, ভাত, নারকেল কুরো ভাজা, ছোলার ডাল, পুঁইশাক, মাছ ভাজা, কচুর শাক, ইলিশ মাছ, মাছের ঝাল, চালতার টক ইত্যাদি খাওয়ার দেওয়ার রীতি রয়েছে রান্নাপুজোয়। রান্নাপুজোর একটা বিশেষ আকর্ষণ হল ইলিশ মাছ। অনেক বাড়িতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ঝাল দেওয়ার রীতি রয়েছে।
8/10
শহর জুড়ে পুজোর গন্ধ। শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। সপ্তাহান্তের শনিবারে জমিয়ে পুজোর বাজারের করার প্ল্যানে রয়েছেন অনেকে। কিন্তু বৃষ্টি কি জল ঢালবে? আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ মূলত থাকবে মেঘলা। কয়েক দফা হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
9/10
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ক্রীতদাস বলে আমাদের মানহানি করেছেন শিক্ষামন্ত্রী। চাইলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করাই যায়’। তবে মামলা করার কথা ভাবছেন না বলেও জানিয়ে দেন তিনি, ‘কিন্তু আমরা এভাবে ভাবতেই চাই না। কারণ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এবং আচার্য আমাদের অভিভাবক।