সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার সেরকম সম্ভাবনা নেই। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একইভাবে বুধবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
1/10
মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে মোদী মন্ত্রিসভা। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি মন্ত্রিসভার সদস্যেরা। এই বিল পাশ হলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ছাড়পত্র দেওয়া হতে পারে ‘এক দেশ এক ভোট’ বিলেও।
2/10
আসানসোলে সৌরভের কারখানা আছে। স্পেনে গিয়ে বলেছিলেন। জানতেন না অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা বলেন, ‘আসানসোলে যে সৌরভের ইস্পাত কারখানা রয়েছে, সেটা জানতামই না। আমি তো ওখানকারই মেয়ে’! সৌরভের প্রথম ইস্পাত কারখানাটি তৈরি হয়েছে আসানসোলে। তার পরেরটি বিহারের পটনায়।
3/10
দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে বিধ্বংসী আগুন। মাঝরাত থেকে পুড়েছে গোটা দফতর। যাবতীয় সরকারি নথিপত্র পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। কী থেকে আগুন লাগল, স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
4/10
পৃথিবীর মায়া কাটিয়ে এল১ পয়েন্টের দিকে যাত্রা শুরু করল আদিত্য। ইতিমধ্যে ঢুকে পড়েছে ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে। সোমবার গভীর রাত থেকেই সফলভাবে অপারেশন শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে পঞ্চমবার সৌরজগতের সদস্যের দিকে যাত্রা ইসরোর। এর আগে তিনবার চন্দ্রযান, একবার মঙ্গলযান পাড়ি দিয়েছিল মহাকাশে। এবার ইসরোর লক্ষ্য সূর্য।
5/10
খলিস্তানিদের মান্যতা দিল কানাডা। সে দেশে নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে নির্বাসিত করল ট্রুডোর মন্ত্রীসভা। কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে বলেই তদন্তকারীদের অনুমান। এরপরই ভারতীয় কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হয়।
6/10
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২ অক্টোবর ধর্ণা দেওয়ার কথা তৃণমূলের। প্রথমেই রামলীলা ময়দানে অবস্থানের আর্জি নাকচ হয়ে যায়। দিল্লি পুলিশকে একাধিকবার চিঠি দিয়েও কোনও লাভ হচ্ছে না। যন্তর মন্তরেও বিক্ষোভের অনুমতি পাওয়া যায়নি। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্যের শাসক দল।
7/10
নতুন অধ্যায় শুরুর অপেক্ষা। আজ, ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকেই নতুন সংসদ ভবনের কর্মকাণ্ড শুরু হবে। বিদায়লগ্নে সংসদের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুরানো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে প্রবেশলগ্নে বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে।
8/10
ফের সেনা জওয়ানের উপর হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু-করাশ্মীরের রাজধানী শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালাল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা সেনা-জওয়ানদের কাছে যথেষ্ট বিপজ্জনক। অন্যদিকে, অনন্তনাগ জেলায় এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ নিখোঁজ জওয়ানের দেহ মিলল অবশেষে।
9/10
মহিলা সাংবাদিকের মুখে থুতু দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গাড়ির চালক। প্রশ্ন শুনেই ক্ষেপে যান। তারপর মহিলা সাংবাদিকের মুখে থুতু দেন। শুধু তাই নয়, এর পর দ্রুত গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন। ওই মহিলা সাংবাদিক কোন মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তা জানা যায়নি।