দেশের প্রথম সূর্য অভিযান শুরু শনিবার। এ অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বাজি রেখেছে আদিত্য-এল১ মহাকাশযানের উপর। ইসরো-র প্রধান এস সোমনাথ আগেই জানিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এর উৎক্ষেপণ করা হবে শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাডে আদিত্য-এল১ স্থাপন করে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। শুক্রবার সংবাদমাধ্যমের কাছে সংস্থার চেয়ারম্যান সোমনাথ বলেন, ‘উৎক্ষেপণের জন্য তৈরি হচ্ছি আমরা। রকেট এবং উপগ্রহ প্রস্তুত। চূড়ান্ত মহড়াও সাড়া হয়ে গিয়েছে।’
1/10
আবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। পাথর ছুড়ে ভেঙে দেওয়া হল হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের বিলাসবহুল ভিস্তাডোম কোচের কাচ। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ এবং ঘিটকিয়া স্টেশনের মাঝে ভিস্তাডোম কোচটিতে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রেল সূত্রে খবর, হাওড়া থেকে রাধিকাপুরগামী ট্রেনটি ঘিটকিয়া স্টেশন পেরিয়ে রায়গঞ্জ যাওয়ার সময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিস্তাডোম কোচ লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। বেশ কয়েকটি পাথর কাচে এসে লাগে। যার ফলে ভিস্তাডোম কোচের একটি জানালা ভেঙে যায়।
2/10
শনি-বিকেলের জন্য় মনটা আনচান করছে একাধিক ক্রিকেট প্রেমীর। আজ, ২ সেপ্টেম্বর এশিয়া কাপে মেগা ম্যাচের দিন। ক্যান্ডিতে মহারণে নামবেন বিরাট কোহলি-বাবর আজমরা। এশিয়া কাপে ভারত-পাক মেগা ম্যাচের জন্য তৈরি বাবর আজম-রোহিত শর্মারা। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে ওডিআই বিশ্বকাপের আসর বসবে। এশিয়া কাপের পর সেখানেও মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। আইসিসির মেগা ইভেন্টের আগে এশিয়া কাপে রোহিত শর্মার ভারত নকআউটে ওঠার এবং ভালো পারফর্ম করার জন্য পরীক্ষা দেবে। সেখানে উতরোতে পারলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস পাবে মেন ইন ব্লু।
3/10
রাজারহাটে গলার নলি কেটে খুন। নারায়নপুরে রায়গাছি শিখের বাগান এলাকায় ভরসন্ধেয় ঘটে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণপুর থানার পুলিশ। উত্তেজিত স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। এদিন সন্ধেয় নামাজ পড়তে যাওয়ার সময় শিখের বাগান এলাকায় বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে হারু নাল রশিদ নামে এক ব্যক্তির গলার নলি কেটে চম্পট দেয়। তড়িঘড়ি এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পথে নেমে আসে।
4/10
দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হয়ে গিয়েছে। বিজেপি বিরোধী জোটে ঘাসফুলের সঙ্গে হাত মিলিয়েছে হাতশিবির। তবে ধূপগুড়ির ডাকবাংলো ময়দানের সভামঞ্চ থেকে সেই তৃণমূলকেই নিশানা বাম-কংগ্রেসের। এই ইস্যুতে বিরোধীদের খোঁচা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ধূপগুড়ি উপনির্বাচনে মেগা ফাইট। জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে শুক্রবার একমঞ্চে মহম্মদ সেলিম এবং অধীররঞ্জন চৌধুরী। সেলিম বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সকলে। যেমন সাগরদিঘি দেখিয়েছে, তেমনই ধূপগুড়িও দেখাবে’। অধীররঞ্জন চৌধুরী ঠিক একইভাবে ঘাসফুল শিবিরকে নিশানা করেন। বলেন, ‘১০০ দিনের টাকা লুট হয়েছে। বাংলায় সন্ত্রাস চলছে। তৃণমূল, বিজেপি সম্পর্কে সতর্ক থাকুন’।
5/10
কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কাজে তীব্র বিরক্তি প্রকাশ করলেন মেয়র স্বয়ং। শুক্রবার কলকাতা পুরসভায় শহরের জল জমার সমস্যায় ক্ষুব্ধ মেয়র অসন্তোষ প্রকাশ করলেন মেয়র পারিষদ তারক সিংয়ের ভূমিকা নিয়েও। মোমিনপুরে পিসির বাড়িতে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে পৌঁছে দেখেন জল থই থই। মেয়রের অভিযোগ, ‘জল জমা নিয়ে ভুল রিপোর্ট আসছে। আমাকেই গতকাল বলা হল, খিদিরপুরে কোথাও জল জমে নেই। এদিকে আমার ভাই কাল মারা গিয়েছে। মোমিনপুরে পিসির বাড়িতে গিয়ে দেখি সেখানেই জল থৈ থৈ। অবস্থা এমনই মৃতদেহ মাটিতে রাখা যাচ্ছে না।’
6/10
আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালকে। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তাঁ বিরুদ্ধে ৫৩৮ কোটি টাকার আর্থিক তছরুপের অভযোগ রয়েছে। কানাড়া ব্যাঙ্কের সঙ্গে এই আর্থিক তছরুপ করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মুম্বই থেকে নরেশ গয়ালকে গ্রেফতার করা হয়। দীর্ঘক্ষণ জেরার পর আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয় তাঁকে। আজ তাঁকে বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হবে। ইডি হেফাজতের আবেদন করবে বলেই জানা গিয়েছে।
7/10
লালুপ্রসাদ বক্তা, অথচ রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে হাসিঠাট্টা, মজা মস্করা করবেন না, এমনটা সচরাচর হয় না। শুক্রবার মুম্বইয়ে বিরোধীদের তৃতীয় বৈঠকও তার ব্যতিক্রম ছিল না। ইন্ডিয়া জোটের বৈঠক শুরুর দু’দিন আগে মেডিক্যাল চেকআপ করাতে বাণিজ্য নগরীতে পৌঁছে গিয়েছিলেন বিহারের এই নেতা। মাইক ধরে নিজের শরীর-স্বাস্থ্য নিয়েও দু-চার কথা বলেন। সবাইকে তাঁর সিঙ্গাপুরবাসী ছোট মেয়ের অবদানের কথা জানান। বলেন, মেয়ে আমাকে কিডনি দিয়ে নতুন জীবন দান করেছে। শুধু কিডনি অপারেশন নয়, আমার শরীর বহুবার কাটাছেঁড়া করা হয়েছে। আমি মরিনি। বেঁচে আছি। যতদিন প্রাণ আছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করে যাব। আবার পরক্ষণেই মজার ছলে বলেন, ইসরোর বিজ্ঞানীদের বলছি, মোদীজিকে সূর্যে পৌঁছে দিন।
8/10
দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। অন্যদিকে ভারতের অধিকাংশ মানুষ যখন আন্তর্জাতিক বিশ্বে ভারতের প্রভাব বাড়া নিয়ে নিশ্চিত তখন ফ্রান্ত ও ইউরোপে ভারতের প্রভাব ও গুরুত্ব কমছে। মার্কিন থিঙ্কট্যাঙ্ক পিউ রিসার্চের সাম্প্রতিক রিপোর্টে এসব তথ্যই উঠে এসেছে। রিপোর্ট বলা হয়েছে, গোটা বিশ্বে ভারতের সমর্থন বাড়লেও ইউরোপে কিন্তু ভারতের উপর আস্থা কমছে ধীরে ধীরে। এমনই বলছে সমীক্ষার রিপোর্ট। বিশেষ করে ফ্রান্সে। কিন্তু, ইউরোপ কেন ভারতের উপর ক্ষুব্ধ? উঠছে সেই প্রশ্নগুলি। নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কররা যেভাবে নানা ইস্যুতে ইউরোপের তুলোধনা করেছেন তাতেই ইউরোপের গোঁসা হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
9/10
ভারত হিন্দুরাষ্ট্র। তাই এদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু। সমস্ত ভারতবাসীর হয়েই প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্ম। নাগপুরের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি আরও বলেন, এই কথাগুলি বুঝতে পেরেও মানতে চান না দেশবাসীর একটা বড় অংশ। কারণ তাঁরা স্বার্থপর। প্রসঙ্গত, আগেও একাধিকবার ভাগবতের মুখে শোনা গিয়েছে হিন্দুরাষ্ট্রের দাবি। তাঁর মতে, জিনগতভাবেই প্রত্যেক ভারতবাসী হিন্দু ধর্মাবলম্বী। সাংবাদিকতার ধরণ নিয়েও মুখ খোলেন ভাগবত। আরএসএস প্রধানের মতে, ‘সমস্ত রকমের খবরই মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। সঠিক তথ্য জানাতে হবে মানুষকে। কিন্তু তার পাশাপাশি নিজেদের আদর্শকেও বজায় রাখতে হবে’।