কদম কদম বড়ায়ে যা…স্বাধীন দেশ কীভাবে চলবে? দেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদ কীভাবে ব্যবহৃত হবে? আইন কেমন হবে। সব ভেবে রেখেছিলেন নেতাজি। তৈরি করেছিলেন খসড়া। রাখা আছে লন্ডন মিউজিয়ামে। সেই খসড়া এবার ভারতে আনার তোড়জোড় চলছে।
1/10
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিজেপি। রাজ্য সরকারের এই দিন পছন্দ নয়। তাহলে? ঠিক হয়েছে ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এই দিন প্রস্তাব করেন ব্রাত্য বসু। মেনে নিয়েছে বাকিরা। এখন মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা।
2/10
যাদবপুর নিয়ে বিতর্ক অব্যাহত। ধৃতরা প্রত্যকেই শেখানো বুলি আউড়াচ্ছেন বলে অভিযোগ পুলিশের। এর মধ্যেই কিছু ‘প্রমাণ’ মিলেছে। বড় রহ্যসের পর্দাফাঁস হতে পারে।
3/10
ইমাম- মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। এক লাফে ৫০০ টাকা। পুজোর মুখে সুখবর বই কি! অনেকে অবশ্য তোষণের রাজনীতির অভিযোগ করছে।
4/10
ভোররাতে দুর্ঘটনা। ফরাক্কা সেতুতে। নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িতে ধাক্কা ১৪ চাকার লরির। তবে হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট এলাকায়।
5/10
সলমনের একি লুক! একেবারে ন্যাড়া। ভাইজানের হলটা কী! সিনেমার জন্যে রূপবদল নাকি অন্য কোনও কারণ? জানা যাবে শীঘ্রই।
6/10
প্রজ্ঞানন্দ। দাবার বিশ্বচ্যাম্পিয়ানশিপের ফাইনালে পৌঁছলেন। আনন্দর পর দেশকে গর্বিত করছে ১৬ বছরের তরুণ।
7/10
বুক ঢিপ ঢিপ। এবার কী হবে? চন্দ্রযান ৩ কি চাঁদে সফল ল্যান্ডিং করতে পারবে? অপেক্ষায় সারা ভারত। বুধবার থেকে লাইভ টেলিকাস্ট করবে ইসরো।
8/10
সামনে দুর্গাপুজো। ঠিক এই সময়েই চোখ রাঙাচ্ছে করোনার নতুন স্ট্রেন। সাবধান।
9/10
এবার বিশ্বভারতী। উঠল র্যাগিংয়ের অভিযোগ। পত্রপাঠ দুই ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।