ধুলিঝড়ের পর ভোর হল চাঁদে। বিক্রম ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে এল রোভার ‘প্রজ্ঞান’।
1/10
টিম ইন্ডিয়া এখন আয়ারল্যান্ড। চলছে টি টোয়েন্টি সিরিজ। তার মাঝেই টিভির পর্দায় চোখ। চন্দ্র অবতরণের স্বাক্ষী।
2/10
মূল্যবৃদ্ধির কোপ। এবার দাম বাড়ল ছোলার ডালের। এক ধাক্কায় ২০ শতাংশ। এক কেজি ছোলার ডালের দাম দাঁড়াল ৮০ টাকা।
3/10
ফের বিতর্ক। কেন্দ্রবিন্দুতে রাখী সাওয়ান্ত। এবার প্রাক্তন স্বামী আদিলের বিরুদ্ধে তোপ দাগলেন। রাখী বলেন, হানিমুনে আমার নগ্ন ভিডিও শ্যুট করে আদিল। তারপর মোটা টাকায় বিক্রি করে দেয়।
4/10
চার মাস। নাওয়া- খাওয়া নেই। শয়নে স্বপনে শুধুই চন্দ্রযান ৩। অবশেষে সফল। বাঙালি বিজ্ঞানী জয়ন্ত, কৃশানুরা এবার ইতিহাসে।
5/10
আশঙ্কা ছিল। সেটাই কি সত্যি হল? বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের। জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
6/10
চন্দ্রযান পুরস্কার। চাঁদের মাটিতে ‘বিক্রম’ পা রাখতেই ঘোষণা করলেন বাংলার রাজ্যপাল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সেরা ছাত্রদের এই পুরস্কার দেওয়া হবে।
7/10
্যযাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে টবে গাঁজার চাষ হয়। এমনই দাবি করল পুলিশ। টবে গাঁজা গাছ মেলেনি। তবে বেশ কিছু প্রমাণ নাকি হাতে এসেছে। তা থেকেই জানা গেছে এই তথ্য।
8/10
শুভেন্দু বনাম অভিষেক। বঙ্গ রাজনীতির যুযুধান দুই পক্ষ। ফের লড়লেন ‘এক্স’। শুভেন্দু লিপস অ্যান্ড বাউন্স-এর খোঁচা দেন তো অভিষেক টানেন নারদা প্রসঙ্গ। কেউ ছাড়ার পাত্র নন।
9/10
এ কেমন জিরাফ! গায়ে ডোরাকাটা দাগ নেই। অবাক নেটিজেনরা। আমেরিকার চিড়িয়াখানার সদ্যোজাত জিরাফের ছবি ভাইরাল। নেটিজেনরা বলছেন, বিশেষ যত্ন নেওয়া দরকার।