টেলি সম্মান মঞ্চে মমতা। রাজনীতির ভেদাভেদ ভুলে একজায়গায় সব শিল্পী। মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন কৌশিক সেনরাও।
1/10
হল না। দাবা বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেন মহেশবাবু প্রজ্ঞানানন্দ। রানার্স আপ হয়েই শেষ করতে হল টুর্নামেন্ট। ম্যাচ শেষে বললেন, কার্লসেনের অভিজ্ঞতার কাছে হেরে গেলাম।
2/10
সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন। সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভট্ট এবং কৃতি শ্যানন। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া।
3/10
চন্দ্রযানের পর গগনযান। মিশন সূর্য। ইসরোর পরবর্তী লক্ষ্য। সূর্যকে কাছ থেকে জানতেই এই মিশন। দু সপ্তাহের মধ্যেই শুরু হবে।
4/10
ভাইজানের হল কী? একেবারে এ আর রহমানকে তোপ। বলে দিলেন, সুর সম্রাট ‘অ্যাভারেজ’ গায়ক। রেগে কাঁই নেটিজেনরা।
5/10
গুটিগুটি পায়ে এগোচ্ছে ‘প্রজ্ঞান’ রোভার। ছবি তুলছে। পাঠাচ্ছে ইসরোকে। জলের খোঁজ পাবে কিনা এখন সেটাই দেখার।
6/10
সামনে পুজো। তার আগে চাই ঝকঝকে ত্বক। এখন থেকেই শুরু করে দিতে পরিচর্যা। শুধু চাই পেঁপে। কামাল দেখাবে এর ফেসপ্যাক। ব্যবহার করেই দেখুন।
7/10
Xiaomi আনল Redmi সিরিজ A2+ এর নতুন ভ্যারিয়েন্ট। 4 GB RAM এবং 128 GB স্টোরেজ। এর দাম 8,499 টাকা।
8/10
এশিয়া কাপে কে জিতবে? ভারত নাকি পাকিস্তান, কে ফেভারিট? সৌরভ বললেন, দুটোই ভালো দল। যে ভালো খেলবে সেই জিতবে।
9/10
সকাল থেকে আকাশের মুখ ভার। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। ভিজে চুপচুপে দক্ষিণবঙ্গ। উত্তরেও একই অবস্থা।