আজ যাদবপুরকাণ্ডের শুনানি। ধৃত ১৩ জনের মধ্যে ৬ জনকে সোমবার হাজির করানো হবে আদালতে। প্রত্যেকেই ঘটনার সময় হস্টেলে ছিলেন।
1/10
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে একজনকে গ্রেফতার করল পুলিশ। বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এটাই প্রথম গ্রেফতারি। ধৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম। ধৃত সফিকুল বাজি কারখানার মালিক কেরামত শেখের পার্টনার বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে কেরামতের সন্ধান এখনও পায়নি পুলিশ।
2/10
আবারও মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন। সামাজিক মাধ্যমে অর্জুনকে আনফলো করেছেন অভিনেত্রী। একইসঙ্গে অর্জুনের দুই বোন, অনশুলা ও জাহ্নবী কাপুরকেও আনফলো করেছেন। যদিও অর্জুন এখনও ফলো করছেন মালাইকাকে। এরপরই চর্চা শুরু।
3/10
বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয়। এমন অভিযোগ বারবার ওঠে। এবার খোদ আওয়ামী লিগের বরিষ্ঠ নেতা মাহবুবউল আলম হানিফ বলে দিলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন পুরোপুরি বন্ধ করা যায়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যরা বিশেষভাবে টার্গেট করেছিল সংখ্যালঘু হিন্দুদের। ওই আওয়ামী লিগ নেতার দাবি, শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর হিন্দুদের উপর নির্যাতনে লাগাম দেওয়া গিয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা গিয়েছে এমন দাবি করছি না।
4/10
চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের ষষ্ঠ দিন। ইতিমধ্যে বিক্রমের মাধ্যমে পৃথিবীতে তথ্য পাঠাতে শুরু করে দিয়েছে প্রজ্ঞান। রবিবার ইসরো জানিয়েছে, চাঁদের তাপমাত্রা নিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছে বিক্রম। সোমবার এমন কোনও তথ্য আসে কি না সে দিকে নজর থাকবে।
5/10
গ্রাম থেকে ছাগল ও পায়রা চুরি করছে চারজন। তাঁদের উপযুক্ত শাস্তি দিতেই গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হল! অত্যাচারের শেষ এখানেই নয়, এরপরে তাদের গায়ে প্রস্রাব করা হয়। জুতোয় থুতু ফেলে, তাও চাটতে বলা হয়। ভয়ঙ্কর এই অত্যাচারের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। চারজন দলিত যুবককে চোর সন্দেহে অমানবিক অত্যাচার করা হয় বলে অভিযোগ।
6/10
আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডে শাসকদলের ছাত্র সংগঠনের তরফে এক জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ অগস্ট আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরেছেন অভিষেক। তার পর সোমবার প্রথম কোনও রাজনৈতিক মঞ্চে দেখা যাবে তাঁকে।
7/10
বুদাপেস্টে নীরজ চোপড়ার সফ্ট ল্যান্ডিং সফল। গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো নিয়ে ফিরেছিলেন। এ বার সোনার পদক। আক্ষেপ ছিল, বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে। গত বার রুপো অবধি পৌঁছেছিলেন নীরজ। প্রত্যাশা বেড়েছিল। মরিয়া পরিশ্রম করেছেন। সাফল্যের জন্য ভারতের ক্রীড়াপ্রেমীদের খুব বেশি অপেক্ষা করতে হল না। অলিম্পিক সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রুপো, ডায়মন্ড লিগ এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক।
8/10
আদালতে শুনানি চলছে। মন দিয়ে মামলা শুনছেন বিচারপতি। হঠাৎই এক মহিলা মুখ দিয়ে ‘হিসস’ ‘হিসস’ আওয়াজ করতে করতে নাগিন ডান্স শুরু করলেন। একেবারে মেঝেতে শুয়ে বসে, গোটা আদালত কক্ষ ঘুরে ঘুরে। সে এক কাণ্ড। উত্তর প্রদেশের সাহারানপুরের ঘটনা।
9/10
‘রাম’ জ্বরে কাঁপছে আমেরিকা। ২০২৪-এ নির্বাচন। ভারতীয় বংশোদ্ভুত প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামীতে মজেছে মার্কিন মুলুক। হু হু করে বাড়ছে রেটিং। প্রচারে যেখানেই যাচ্ছেন উপচে পড়ছে ভিড়। এবার রামস্বামী তোপ দাগলেন চিনের বিরুদ্ধে। বললেন, চিনকে দূরে ঠেলতে ভারতকে কাছে আনা প্রয়োজন।